তথ্য প্রযুক্তি

অ্যাপলকে টপকে এক নম্বরে মাইক্রোসফট

টেক ডেস্কঃ আইফোন বিক্রি গত বছরের চেয়ে ৪৭ শতাংশ বাড়লেও অ্যাপলকে টপকে এবার বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির জায়গা নিল মাইক্রোসফট। সরবরাহ চেইনে সংকটের কারণে ৬০০ কোটি ডলার আয় কমেছে অ্যাপলের।

আর সে কারণেই কোম্পানিটির এই পতন।

শুক্রবার মাইক্রোসফটের বাজার মূলধন দাঁড়ায় ২ দশমিক ৪৯ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে অ্যাপলের বাজার মূলধন দাঁড়ায় ২ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলার। খবর রয়টার্সের।

অ্যাপলের সিইও টিম কুক জানিয়েছেন, ডিসেম্বর প্রান্তিকেও এ সংকট বহাল থাকবে।

প্রথম কোম্পানি হিসেবে ১ ট্রিলিয়ন ও ২ ট্রিলিয়ন ডলারের বাজার মূলধনের রেকর্ড করেছে অ্যাপল। যদিও ২০১৮ সালের দিকে উভয় কোম্পানিরই বাজার মূলধন ছিল ৮০ হাজার কোটি ডলারের কাছাকাছি।

কয়েক বছর ধরেই বাজার মূলধনে দুই কোম্পানির মধ্যে প্রতিযোগিতা চলছে। গত জুনে ২ ট্রিলিয়ন ডলারের বাজার মূলধনের রেকর্ড গড়ে মাইক্রোসফট। অ্যাপল তার চেয়ে প্রায় ১০ মাস আগে ২০২০ সালের আগস্টে ২ ট্রিলিয়ন ডলার বাজার মূলধনের রেকর্ড ছুঁয়েছিল।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button