আইন ও আদালতখুলনাসারাবাংলা

অস্ত্র আইনে একজনের ১৭ বছর কারাদণ্ড

জনপদ ডেস্ক: খুলনায় অস্ত্র আইনে নীলরতন হালদার নামে একজনকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৩১ অক্টোবর) দুপুরে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি নীলরতন আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি বাগেরহাটের কচুয়া উপজেলার কৈলাসখালী গ্রামের সুকুমার হালদারের ছেলে।

মামলার নথী সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৭ অক্টোবর দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনা মহানগরীর জিরো পয়েন্ট থেকে একটি ভ্যানে করে নীলরতন হালদার রূপসা (খানজাহান আলী সেতু) ব্রিজের দিকে যাচ্ছিলেন। লবণচরা পুলিশ ক্যাম্পের সদস্যরা ওই সময় চেকপোস্ট বসিয়ে সবাইকে তল্লাশি করছিলেন। এই সময় নীল রতনের গতিবিধি সন্দেহ হলে পুলিশ তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি দেশি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি জব্দ করে। এ ঘটনায় লবণচরা ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান বাদী হয়ে খুলনা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। একই বছরের ৩১ নভেম্বর খুলনা থানার এসআই তাপস কুমার পাল নীলরতনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট কাজী সাব্বির আহমেদ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button