অন্যান্য

সুন্দরবনে ধরা মাছটি বিক্রি হলো ৪৩ লাখ টাকায়!

জনপদ ডেস্ক: এই মাছ শুধু খাওয়ার জন্য নয়, এর বিভিন্ন অংশ থেকে ওষুধও তৈরি হয় বিশ্বের বিভিন্ন দেশে

সুন্দরবনের ভারতীয় অংশে কাপুর নদীতে মাছ ধরতে গিয়েছিলেন গোসাবার দুলকি গ্রামের পাঁচ জেলে। প্রতিদিনের মতো নদীতে জালও ফেলেন তারা। কিন্তু শুক্রবার (২২ অক্টোবর) দিনটি অন্যসব দিনের মতো ছিল না। এদিন জাল ফেলে হয়ে সবাই হয়ে গেলেন লাখোপতি। তাদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির “তেলিয়া ভোলা” প্রজাতির মাছ।

মাছটি তুলতে বেশ বেগ পেতে হয় তাদের। তাদের তখনও ধারণা ছিল এটি আসলে কত বড় মাছ। যখন দেখলেন তখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না তারা। ওজন করে দেখার পর চোখ কপালে! আর হবে নাই বা কেন?‌ মাছটির ওজন ৭৮ কেজি ৪০০ গ্রাম! মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে চারদিকে। বিশাল আকৃতির এ মাছ দেখতে নদীর পাড়ে ভিড় জমে যায়। শেষ পর্যন্ত সেখানে পুলিশ হাজির হয়।

রবিবার (২৪ অক্টোবর) ভারতীয় সংবাদ মাধ্যম আজকাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মাছটিকে নিলামের জন্য দক্ষিণ চব্বিশপরগনার “ক্যানিং পাইকারি মাছ বাজারে” নেওয়া হয়। সেখানে মাছটি ৩৭ লাখ ৫৩ হাজার ৮১১ রুপিতে বিক্রি করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ লাখ টাকা।

আড়তদার প্রভাত মণ্ডল বলেন, “এত বড় তেলিয়া ভোলা এর আগে ক্যানিং বাজারে আসেনি।”

উল্লেখ্য, এই মাছ শুধু খাওয়ার জন্য নয়, এর বিভিন্ন অংশ থেকে ওষুধও তৈরি হয় বিভিন্ন দেশে। মাছের পটকা থেকে তৈরি হয় ওষুধ। অস্ত্রোপচারের পর সেলাইয়ের কাজে লাগে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button