টপ স্টোরিজরাজশাহী

দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করেন রাসিক মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক: ‘ডিজিটাল সাদা ছড়ি নিরাপদে পথ চলি’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী মহানগরীতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার বিকেলে পিটিআই হলরুমে এক আলোচনা সভা ও সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র  এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করেন সিটি মেয়র।

রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার। প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে আনতে সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে।

মেয়র আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আর বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে গড়ছেন। সকল ধর্মের, সকল শ্রেণীপেশার মানুষকে সাথে নিয়ে দেশ গড়ছেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আসাদুজ্জামান চৌধুরী রাসেল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর সভাপতি মোঃ আরিফ শেখ, রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ মজুমদার। স্বাগত বক্তব্য দেন রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শারমিন বেগম।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button