রাজশাহী , সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মেয়র লিটনকে আ.লীগ নেতা বাবুল হত্যা মামলার আসামী করার ঘোষণার প্রতিবাদে আ.লীগের সংবাদ সম্মেলন সর্বাত্মক কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা মারা গেছেন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আমি থাকতেই প্রতিটি বিভাগে মেট্রোরেল করে দেব : প্রধানমন্ত্রী এবারের বাজেট মোটেও উচ্চাভিলাষী নয় : সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ৭ হাজার ৬৩৮ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের দুর্গাপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামী নাইম গ্রেফতার সিলেট-সুনামগঞ্জে আবারও বন্যার শঙ্কা লঘুচাপের প্রভাব : সারা দেশে অব্যাহত থাকবে বৃষ্টিপাত বাজার মূলধনে যোগ হলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ভিনির জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে দিলো ব্রাজিল জুনে প্রচণ্ড গরমে ভুগেছেন বাংলাদেশের ১৭ কোটি মানুষ সচল হয়েছে সাবমেরিন ক্যাবল, ফের মিলবে দ্রুতগতির ইন্টারনেট ‘টাকা পাঠিয়ে তুমি আমার জান ভিক্ষা দাও মা, আর সহ্য করতে পারছি না’ তিন হাজার টাকার ফ্যান ১০ হাজারে কিনেছে বিএমডিএ উত্তাল বঙ্গোপসাগর,পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত ১৩ স্থানীয় সরকারের ২২৩ পদে নির্বাচন ২৭ জুলাই

বঙ্গোপসাগরে পাথর বোঝাই লাইটার জাহাজ ডুবি, ১০ নাবিককে উদ্ধার

  • আপডেটের সময় : ০৭:০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
  • ১৫২ টাইম ভিউ
Adds Banner_2024

জনপদ ডেস্ক: বঙ্গোপসাগরে সুন্দরবনের দুবলার মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে ডুবে গেছে এমভি বিউটি অব লোহাগড়া-২ নামে একটি লাইটার কার্গো জাহাজ।

শনিবার ভোর রাতে মোংলা বন্দরের চ্যানেল এলাকায় তলা ফেটে ডুবে যায় জাহাজটি। এসময় ওই লাইটার কার্গো জাহাজ জাহাজের এসওএস (সেভ এন্ড সোল) বার্তা পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে ভাসমান অবস্থায় ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। ডুবে যাওয়া লাইটার কার্গো জাহাজ বিউটি অব লোহাগড়া-২ এর মালিক খুলনার সাদেক হোসেন বলে জানিয়েছে কোস্টগার্ড।

এর আগে শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে মোংলা বন্দরের পশুর চ্যানেলে সুন্দরবনের অপর পাড়ে কানাইনগর এলাকায় সার নিয়ে এমভি দেশ বন্ধু নামে আরও একটি লাইটার কার্গো জাহাজ ডুবে যায়। সেটি এখনও উদ্ধারের তৎপরতা শুরু করতে পারেনি মালিকপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন ও মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান জানান, মোংলা বন্দরেরর বাইরে বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে ফেয়ারওয়ে বয়া এলাকায় অবস্থান করা সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি সাগর রতন জাহাজ থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশ্য যাচ্ছিল এমভি বিউটি আব লোহাগড়া-২ লাইটার লাইটার জাহাজ।

পথে ভোররাতে মোয়লা বন্দর চ্যানেলের সুন্দরবনের দুবলারচর এলাকায় তলা ফেটে ডুবতে থাকে ওই লাইটার কার্গো জাহাজটি। এসময় ওই লাইটার কার্গো জাহাজ জীবন রক্ষায় সর্বশেষ বার্তা এসওএস (সেভ এন্ড সোল) পেয়ে সুন্দরবনের দুবলা ক্যাম্পের কোস্টগার্ড সদস্যরা দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে ভাসমান অবস্থায় ১০ নাবিককে জীবিত উদ্ধার করে। এরপর উদ্ধারকৃত ১০ নাবিককে কোস্টগার্ডের দুবলা ক্যাম্পে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে মোংলাগামী অন্য একটি লাইটার কার্গো জাহাজ এমভি দেশ দিগন্তে উঠিয়ে দেয় উদ্ধারকৃত ওইসব নাবিকদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

Adds Banner_2024

বঙ্গোপসাগরে পাথর বোঝাই লাইটার জাহাজ ডুবি, ১০ নাবিককে উদ্ধার

আপডেটের সময় : ০৭:০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১

জনপদ ডেস্ক: বঙ্গোপসাগরে সুন্দরবনের দুবলার মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে ডুবে গেছে এমভি বিউটি অব লোহাগড়া-২ নামে একটি লাইটার কার্গো জাহাজ।

শনিবার ভোর রাতে মোংলা বন্দরের চ্যানেল এলাকায় তলা ফেটে ডুবে যায় জাহাজটি। এসময় ওই লাইটার কার্গো জাহাজ জাহাজের এসওএস (সেভ এন্ড সোল) বার্তা পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে ভাসমান অবস্থায় ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। ডুবে যাওয়া লাইটার কার্গো জাহাজ বিউটি অব লোহাগড়া-২ এর মালিক খুলনার সাদেক হোসেন বলে জানিয়েছে কোস্টগার্ড।

এর আগে শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে মোংলা বন্দরের পশুর চ্যানেলে সুন্দরবনের অপর পাড়ে কানাইনগর এলাকায় সার নিয়ে এমভি দেশ বন্ধু নামে আরও একটি লাইটার কার্গো জাহাজ ডুবে যায়। সেটি এখনও উদ্ধারের তৎপরতা শুরু করতে পারেনি মালিকপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন ও মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান জানান, মোংলা বন্দরেরর বাইরে বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে ফেয়ারওয়ে বয়া এলাকায় অবস্থান করা সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি সাগর রতন জাহাজ থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশ্য যাচ্ছিল এমভি বিউটি আব লোহাগড়া-২ লাইটার লাইটার জাহাজ।

পথে ভোররাতে মোয়লা বন্দর চ্যানেলের সুন্দরবনের দুবলারচর এলাকায় তলা ফেটে ডুবতে থাকে ওই লাইটার কার্গো জাহাজটি। এসময় ওই লাইটার কার্গো জাহাজ জীবন রক্ষায় সর্বশেষ বার্তা এসওএস (সেভ এন্ড সোল) পেয়ে সুন্দরবনের দুবলা ক্যাম্পের কোস্টগার্ড সদস্যরা দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে ভাসমান অবস্থায় ১০ নাবিককে জীবিত উদ্ধার করে। এরপর উদ্ধারকৃত ১০ নাবিককে কোস্টগার্ডের দুবলা ক্যাম্পে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে মোংলাগামী অন্য একটি লাইটার কার্গো জাহাজ এমভি দেশ দিগন্তে উঠিয়ে দেয় উদ্ধারকৃত ওইসব নাবিকদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।