রাজশাহী , সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মেয়র লিটনকে আ.লীগ নেতা বাবুল হত্যা মামলার আসামী করার ঘোষণার প্রতিবাদে আ.লীগের সংবাদ সম্মেলন সর্বাত্মক কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা মারা গেছেন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আমি থাকতেই প্রতিটি বিভাগে মেট্রোরেল করে দেব : প্রধানমন্ত্রী এবারের বাজেট মোটেও উচ্চাভিলাষী নয় : সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ৭ হাজার ৬৩৮ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের দুর্গাপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামী নাইম গ্রেফতার সিলেট-সুনামগঞ্জে আবারও বন্যার শঙ্কা লঘুচাপের প্রভাব : সারা দেশে অব্যাহত থাকবে বৃষ্টিপাত বাজার মূলধনে যোগ হলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ভিনির জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে দিলো ব্রাজিল জুনে প্রচণ্ড গরমে ভুগেছেন বাংলাদেশের ১৭ কোটি মানুষ সচল হয়েছে সাবমেরিন ক্যাবল, ফের মিলবে দ্রুতগতির ইন্টারনেট ‘টাকা পাঠিয়ে তুমি আমার জান ভিক্ষা দাও মা, আর সহ্য করতে পারছি না’ তিন হাজার টাকার ফ্যান ১০ হাজারে কিনেছে বিএমডিএ উত্তাল বঙ্গোপসাগর,পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত ১৩ স্থানীয় সরকারের ২২৩ পদে নির্বাচন ২৭ জুলাই

ভাতার টাকা যায় ভাতিজার পেটে!

  • আপডেটের সময় : ০৯:০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • ১৫৫ টাইম ভিউ
Adds Banner_2024

জনপদ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ২০ নম্বর কাইতলা ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যদের ভাতিজার বিরুদ্ধে বয়স্ক ও প্রতিবন্ধীর ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে।

বুধবার (০৬ অক্টোবর) দুপুরে বিষয়টির প্রতিকার চেয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিড় করে ভুক্তভোগীরা।

এ সময় তারা ভাতার টাকা ফেরত পেতে এবং বিচার চেয়ে বিক্ষোভ করেন।তারা জানান, বিভিন্ন সময় সরকার থেকে দেওয়া প্রতিবন্ধী ও বৃদ্ধ ভাতা পেলেও সাম্প্রতিক সময়ে তাদের ভাতা প্রপ্তিতে ব্যাঘাত ঘটতে থাকে।

এ বিষয়ে ভুক্তভোগীরা নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ বলা হয়, কাইতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাছির মেম্বারের ভাতিজা মো. সাদ্দাম মিয়া দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ করে যাচ্ছে এবং নানা রকম কৌশলে তাদের সরলতার সুযোগে সিম ও পিন নম্বর সংগ্রহ করে তাদের টাকা না দিয়ে সে নিজেই আত্মসাৎ করছেন। বিষয়টি স্থানীয় জনতার হাতে ধরা খেলে তার চাচা বাছির মেম্বার ক্ষমতা দেখিয়ে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

প্রতিবন্ধী রুমা আক্তারের বাবা মোহাম্মদ রিপন মিয়া  বলেন, প্রথমে প্রতিবন্ধী মেয়ের জন্য সরকার থেকে দেওয়া ২২০০ টাকা ব্যাংকের মাধ্যমে পাই। পরবর্তীকালে টাকা না আসায় সাদ্দামের সঙ্গে যোগাযোগ করলে তিনি আমার কাছ থেকে ২০০ টাকা নিয়ে ভাতা কার্ড ঠিক করাতে নবীনগরে নিয়ে যান। তারপরেও ভাতা না আসায় ফের সাদ্দামের সঙ্গে যোগাযোগ করলে আবারও আমাকে নবীনগরে নিয়ে যান। পরে জানাই আমার ভাতা কার্ডে কোনো সমস্যা নেই। কিন্তু এরপরেও কোনো ভাতা আসে নাই। আবারও সাদ্দামের সঙ্গে দেখা হলে তিনি আমাকে দিয়ে নতুন সিম কিনাই এবং এমআইএস করা হয়েছে বলে জানান। এরপরও ভাতার টাকা আর আসে নাই।

ছুফিয়া খাতুন নামে এক ৮০ বছরের বৃদ্ধা বলেন, স্বামী মারা যাওয়ার পর মেয়ের আশ্রয়ে থাকি। ইউনিয়ন পরিষদ থেকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়া হয়। প্রথমে টাকা পেলেও পরবর্তীকালে সাদ্দাম আমার বয়স্ক ভাতার কার্ড ও নাম্বার নিয়ে যায়। এরপর থেকে টাকা আর পাই না। আমি বৃদ্ধ মানুষ কিছু বুঝি না।

প্রতিবন্ধী সাইদুলের মা বলেন, আমার ছেলে প্রতিবন্ধী। পাশাপাশি অনেক শারীরিক সমস্যাও আছে। তাই আমি সাদ্দামকে বলছি একটা প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার জন্য সে আমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে কার্ড দিলে প্রথমে দুই বার টাকা পেলেও পরে নগদ করায় টাকা সাদ্দামের নম্বরে চলে যায়। পরে সেখান থেকে ৫০০ টাকা করে কেটে রেখে বাকি টাকা আমাকে দেই। আমরা গরীব মানুষ এমনিতে চলতে হিমশিম খেতে হয়। এর মধ্যে সরকার থেকে যে ভাতাটুকু পাই তা থেকেও আবার সাদ্দামকে উৎকোচ দিতে হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. সাদ্দাম মিয়া বলেন, আমার বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা ও বানোয়াট। আমি কারো ভাতার টাকা আত্মসাৎ করিনি।

অভিযোগের পর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ ঘটনার সত্যতা তদন্ত করে সরেজমিন ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, আমরা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। তদন্ত কাজ শেষে দ্রুত রিপোর্ট দেওয়া হবে। যার বিরুদ্ধে অভিযোগ এসেছে দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে ২০ নম্বর কাউতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেন, ঘটনাটি সত্য। ভুক্তভোগীরা আমার কাছে এসেছিল। যেহেতু এটি সমাজ সেবার অধীনে। তাদের আমি সমাজ সেবার কার্যালয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউএনও একরামুল সিদ্দিক  বলেন, এ বিষয়ে আমার কাছে একটি অভিযোগ এসেছে। আমি তদন্তের জন্য সমাজ সেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।

 

Adds Banner_2024

ভাতার টাকা যায় ভাতিজার পেটে!

আপডেটের সময় : ০৯:০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১

জনপদ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ২০ নম্বর কাইতলা ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যদের ভাতিজার বিরুদ্ধে বয়স্ক ও প্রতিবন্ধীর ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে।

বুধবার (০৬ অক্টোবর) দুপুরে বিষয়টির প্রতিকার চেয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিড় করে ভুক্তভোগীরা।

এ সময় তারা ভাতার টাকা ফেরত পেতে এবং বিচার চেয়ে বিক্ষোভ করেন।তারা জানান, বিভিন্ন সময় সরকার থেকে দেওয়া প্রতিবন্ধী ও বৃদ্ধ ভাতা পেলেও সাম্প্রতিক সময়ে তাদের ভাতা প্রপ্তিতে ব্যাঘাত ঘটতে থাকে।

এ বিষয়ে ভুক্তভোগীরা নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ বলা হয়, কাইতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাছির মেম্বারের ভাতিজা মো. সাদ্দাম মিয়া দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ করে যাচ্ছে এবং নানা রকম কৌশলে তাদের সরলতার সুযোগে সিম ও পিন নম্বর সংগ্রহ করে তাদের টাকা না দিয়ে সে নিজেই আত্মসাৎ করছেন। বিষয়টি স্থানীয় জনতার হাতে ধরা খেলে তার চাচা বাছির মেম্বার ক্ষমতা দেখিয়ে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

প্রতিবন্ধী রুমা আক্তারের বাবা মোহাম্মদ রিপন মিয়া  বলেন, প্রথমে প্রতিবন্ধী মেয়ের জন্য সরকার থেকে দেওয়া ২২০০ টাকা ব্যাংকের মাধ্যমে পাই। পরবর্তীকালে টাকা না আসায় সাদ্দামের সঙ্গে যোগাযোগ করলে তিনি আমার কাছ থেকে ২০০ টাকা নিয়ে ভাতা কার্ড ঠিক করাতে নবীনগরে নিয়ে যান। তারপরেও ভাতা না আসায় ফের সাদ্দামের সঙ্গে যোগাযোগ করলে আবারও আমাকে নবীনগরে নিয়ে যান। পরে জানাই আমার ভাতা কার্ডে কোনো সমস্যা নেই। কিন্তু এরপরেও কোনো ভাতা আসে নাই। আবারও সাদ্দামের সঙ্গে দেখা হলে তিনি আমাকে দিয়ে নতুন সিম কিনাই এবং এমআইএস করা হয়েছে বলে জানান। এরপরও ভাতার টাকা আর আসে নাই।

ছুফিয়া খাতুন নামে এক ৮০ বছরের বৃদ্ধা বলেন, স্বামী মারা যাওয়ার পর মেয়ের আশ্রয়ে থাকি। ইউনিয়ন পরিষদ থেকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়া হয়। প্রথমে টাকা পেলেও পরবর্তীকালে সাদ্দাম আমার বয়স্ক ভাতার কার্ড ও নাম্বার নিয়ে যায়। এরপর থেকে টাকা আর পাই না। আমি বৃদ্ধ মানুষ কিছু বুঝি না।

প্রতিবন্ধী সাইদুলের মা বলেন, আমার ছেলে প্রতিবন্ধী। পাশাপাশি অনেক শারীরিক সমস্যাও আছে। তাই আমি সাদ্দামকে বলছি একটা প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার জন্য সে আমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে কার্ড দিলে প্রথমে দুই বার টাকা পেলেও পরে নগদ করায় টাকা সাদ্দামের নম্বরে চলে যায়। পরে সেখান থেকে ৫০০ টাকা করে কেটে রেখে বাকি টাকা আমাকে দেই। আমরা গরীব মানুষ এমনিতে চলতে হিমশিম খেতে হয়। এর মধ্যে সরকার থেকে যে ভাতাটুকু পাই তা থেকেও আবার সাদ্দামকে উৎকোচ দিতে হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. সাদ্দাম মিয়া বলেন, আমার বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা ও বানোয়াট। আমি কারো ভাতার টাকা আত্মসাৎ করিনি।

অভিযোগের পর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ ঘটনার সত্যতা তদন্ত করে সরেজমিন ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, আমরা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। তদন্ত কাজ শেষে দ্রুত রিপোর্ট দেওয়া হবে। যার বিরুদ্ধে অভিযোগ এসেছে দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে ২০ নম্বর কাউতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেন, ঘটনাটি সত্য। ভুক্তভোগীরা আমার কাছে এসেছিল। যেহেতু এটি সমাজ সেবার অধীনে। তাদের আমি সমাজ সেবার কার্যালয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউএনও একরামুল সিদ্দিক  বলেন, এ বিষয়ে আমার কাছে একটি অভিযোগ এসেছে। আমি তদন্তের জন্য সমাজ সেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।