স্বাস্থ্য ও চিকিৎসা

টিকা: আরও ৮৯ লাখ ডোজ বরাদ্দ বাংলাদেশের

জনপদ ডেস্ক: কোভ্যাক্স ও যুক্তরাষ্ট্রের দান থেকে নতুন করে করোনাভাইরাসের টিকার ৮৯ লাখ ডোজ বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ বুধবার তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি লিখেছেন, বাংলাদেশ নতুন করে ৮৯ লাখ ডোজ করোনাভাইরাসের টিকার বরাদ্দ পেয়েছে। কোভ্যাক্স সুবিধার আওতায় নতুন করে ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকার বরাদ্দ পাওয়া গেছে। এই টিকা চলতি বছরের শেষ তিন মাসে বাংলাদেশে আসবে বলে জানান তিনি। একই সময়ের মধ্যে বাংলাদেশ আরও টিকা পাবে বলে শাহরিয়ার আলম আশা প্রকাশ করেছেন।

এছাড়াও বাংলাদেশকে নতুন করে টিকা বরাদ্দ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্সকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button