আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে টানাপোড়েনের মধ্যেই মোদিকে ফোন ফরাসি প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মধ্যে নিরাপত্তা চুক্তিকে কেন্দ্র করে ভীষণ ক্ষুব্ধ হয়েছে ফ্রান্স। এর জেরে এই মুহূর্তে আমেরিকার সঙ্গে কূটনৈতিক টানাপোড়ন চলছে দেশটির। এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বললেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

মঙ্গলবার এই দুই শীর্ষ নেতার মধ্যে ফোনালাপ হয়। এ সময় ইন্দো–প্যাসিফিক অঞ্চলে একযোগে কাজ করার ব্যাপারে একমত হন তারা।

প্রতিবেদনে বলা হয়, ম্যাকরনের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়- দুই নেতার ফোনালাপে আফগানিস্তান ইস্যুতেও কথা হয়েছে। টেলিফোন আলোচনায়, ম্যাকরন এবং মোদি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছেন।
ফোনালাপে যেকোনও অবস্থায় ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ম্যাকরন। আস্থা ও পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে ভারতের শিল্প ও প্রযুক্তিগত ক্ষেত্রে শক্তি বৃদ্ধির আশ্বাস দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।

এ সময় দুই নেতা আঞ্চলিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রাখতে দুই দেশ একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

চীনকে ঠেকাতে গত সপ্তাহে আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া অকাস নামের এই ঐতিহাসিক নিরাপত্তা চুক্তি করে। এই চুক্তির কারণে ফ্রান্সের সঙ্গে আগেই করা ৪০ বিলিয়ন মার্কিন ডলারের সাবমেরিন কেনার চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া। সূত্র: আল-জাজিরা

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button