Breaking Newsসারাবাংলা

রূপপুর পারমানবিক প্রকল্পের ২ শ্রমিক নিহত

জনপদ ডেস্ক: ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে লোহার এঙ্গেল ভেঙ্গে মাথায় পড়ে ২ শ্রমিক নিহত এবং আহত হয়েছে আরও ২ জন। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ২নং ব্লকের রিয়্যাক্টর বিল্ডিংয়ে কাজ করার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান ‘টেষ্ট রোশেম’ এ কর্মরত মনিরুজ্জামান মনির (৩২) এবং মাধব চন্দ্র সরকার (৩৩)। গুরুতর আহত অবস্থায় দিনবন্ধু (৩৩) এবং সিফাত (২৬) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ এবং হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: সাদিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রকল্পে কর্মরত প্রত্যক্ষদর্শীর জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ২নং ব্লকের রিয়্যাক্টর বিল্ডিং এর ভেতরে ওই শ্রমিকরা কাজ করছিলেন। এসময় ক্রেন দিয়ে পানির জার রিয়্যাক্টর বিল্ডিংয়ের নীচে নামানোর সময় জারের ধাক্কায় এঙ্গেল ভেঙ্গে নীচে কর্মরত ওই শ্রমিকদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলে ১ জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের প্রাণহানি ঘটে। আহত অপর ২ জনকে আশংকাজনক অবস্থায় রাজশাহীতে পাঠানো হয়েছে।

নিহত মনিরের বাড়ি ঈশ্বরদী রূপপুরে ফুটু মার্কেটের পাশে এবং মাধবের বাড়ি শাহজাদপুর এলাকায় বলে জানা গেছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button