আন্তর্জাতিক

অকুস চুক্তি নিয়ে উত্তেজনা; পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত অকুস চুক্তি নিয়ে উত্তাল আন্তর্জাতিক বিশ্ব। এ প্রসঙ্গে এবার মুখ খুললো উত্তর কোরিয়া। এই চুক্তির নিন্দা জানিয়েছে তারা বলছে, অকুস চুক্তির ফলে নতুন করে পারমাণবিক অস্ত্রে প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে।

সোমবার এসব জানিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘অকুস চুক্তি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ভারসাম্যকে বিপর্যস্ত করবে।’ এই চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দেবে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব মোকাবেলার প্রচেষ্টা হিসেবে এই চুক্তিকে দেখা হচ্ছে। গত সপ্তাহে অকুস চুক্তি ঘোষণা করা হয় এবং এতে ক্রুজ মিসাইল, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য প্রযুক্তিও থাকবে।

 

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button