রাজনীতিসারাবাংলা

হেফাজতে ইসলামের প্রয়াত তিন শীর্ষ নেতার স্মরণসভা অনুষ্ঠিত

জনপদ ডেস্ক: আগামী ১ অক্টোবর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রয়াত তিন শীর্ষ নেতার স্মরণসভা অনুষ্ঠিত হবে। ওই তিন শীর্ষ নেতা হলেন- প্রয়াত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী, শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী ও মুফতিয়ে আজম মুফতি আব্দুচ্ছালাম চাটগামী।

রোববার হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলামের সভাপতিত্বে হেফাজতে ইসলাম ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়াতের খাস কমিটির যৌথ বৈঠকে প্রয়াত তিন শীর্ষ আলেমের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা করার এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করবেন হেফাজতের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

ওই দুই সংগঠন যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করার বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী ও মাওলানা জহুর আহমদ প্রমুখ।

প্রসঙ্গত, গত বছরের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দেশের কওমি মাদ্রাসাগুলোর প্রাণকেন্দ্র ‘উম্মুল মাদারিস’ খ্যাত চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা আহমদ শফি।

এর মধ্যে প্রায় এক বছর পর চলতি বছরের ১৯ আগস্ট আল্লামা শফীর উত্তরসূরি উক্ত মাদ্রাসার শিক্ষা পরিচালক ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং ৮ সেপ্টেম্বর মুফতিয়ে আজম বাংলাদেশ (বাংলাদেশের গ্র্যান্ড মুফতি) মাদ্রাসা পরিচালনা পরিষদের অন্যতম সদস্য ও মুহাদ্দিস মুফতি আব্দুচ্ছালাম চাটগামীও ইন্তেকাল করেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button