অর্থনীতি

টিসিবির ট্রাকসেলে আজ থেকে পেঁয়াজ মিলবে ৩০ টাকায়

জনপদ ডেস্ক: সয়াবিন তেল, চিনি ও মসুর ডালের পাশাপাশি রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে পেঁয়াজ বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টিসিবি জানায়, জনপ্রতি দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন ক্রেতারা। প্রতি কেজি পেঁয়াজের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

টিসিবির ট্রাক থেকে এখন একজন ক্রেতা সাশ্রয়ী দামে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারেন।

এখন পেঁয়াজ যোগ হলো বিক্রয় পণ্যের তালিকায়।

সংস্থাটি জানায়, সারাদেশে প্রতিটি ট্রাকে ৩০০ থেকে ৬০০ কেজি করে পেঁয়াজ বরাদ্দ থাকবে। গত ৪ সেপ্টেম্বর থেকে খোলাবাজারে ন্যায্যমূল্যে বোতলজাত সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু করে টিসিবি।

সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button