ভ্রমন

সমুদ্রে নামতে পর্যটকদের মানতে হবে ১০ সতর্কতা

জনপদ ডেস্ক : কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নামার পূর্বে পর্যটকদের ১০ নির্দেশনা মানতে অনুরোধ করা হয়েছে। গুপ্ত চর ও তীব্রস্রোত প্রবণ এলাকা চিহ্নিত করে দেওয়া সাইনবোর্ড টানানো এলাকায় সমুদ্রে নামতে সতর্কতা অবলম্বন করতে বলেছে জেলা প্রশাসন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ১০ নির্দেশনা কেন্দ্র করে সৈকতের সুগন্ধা পয়েন্টে এক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। পানিতে নামার পূর্বে করণীয় সম্পর্কে সচেতনতামুলক এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

ক্যাম্পেইনে উল্লেখ করা ১০ সতর্কতা হলো,

সাঁতার না জানলে সমুদ্রের পানিতে নামার সময় লাইফ জ্যাকেট ব্যবহার করুন,
লাল পতাকায় চিহ্নিত করা পয়েন্টে কোনোভাবে নামা যাবে না,
সৈকতে এলাকায় সর্বদা লাইফগার্ডের নির্দেশনা মানতে হবে,
বিকেল ৫ টার পর সমুদ্রে নামা যাবে না,
সমুদ্রে নামার পূর্বে জোয়ার-ভাটাসহ আবহাওয়ার বর্তমান অবস্থা জেনে নিন,
লাইফগার্ড নির্দেশিত নির্ধারিত স্থান ছাড়া অন্যকোন পয়েন্ট থেকে সমুদ্রে নামা যাবে না,
সমুদ্রে যেকোনো মুহূর্তে তীব্র স্রোত এবং গুপ্তচর সৃষ্টি হতে পারে,
যেকোনো ভাসমান বস্তু পানিতে নামার আগে বাতাসের গতি সম্পর্কে জেনে নিন,
শিশুকে সৈকতে সবসময় সঙ্গে রাখুন-তাকে একা সমুদ্রে নামতে দিবেন না,
অসুস্থ অথবা দুর্বল শরীর নিয়ে সমুদ্রে হাঁটু পানির বেশী নামবেন না।

১০ দিন ব্যাপী এ ক্যাম্পেইনের উদ্বোধনীতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ) নাসিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলামসহ ট্যুর অপারেটর, ফায়ার সার্ভিস ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button