অর্থনীতি

আবারো সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন

জনপদ ডেস্ক: এ সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

বৃহস্পতিবার ডিএসই ও সিএসইসূত্রে এ তথ্য জানা যায়।

এদিন ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেন শুরু হয় ৭ হাজার ১৯০ পয়েন্ট থেকে। বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইএক্স সূচক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ২৫২ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫৮১ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬৭৬ পয়েন্টে।

এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৭টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৯৮টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫০টির।

অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৭১ পয়েন্ট বেড়ে ২১ হাজার ১৭৩ পয়েন্টে অবস্থান করছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button