আইটি

চালু হলো টুইটারের পাবলিক ভেরিফিকেশন

জনপদ ডেস্ক: মাইক্রোব্লগিং সাইট টুইটার পুনরায় পাবলিক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। মঙ্গলবার কোম্পানির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। গত আগস্টে আবেদন ও রিভিউ প্রক্রিয়া উন্নয়নের জন্য সাময়িকভাবে পাবলিক ভেরিফিকেশন স্থগিত রাখে টুইটার।

টুইটার জানিয়েছে, ‘আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি আবেদন করতে চান তাহলে অ্যাকাউন্ট সেটিংস থেকে সেটি করতে পারবেন’। সাস্প্রতিক মাসগুলোতে ব্লু ব্যাজ ব্যবস্থাপনায় বেশ হিমশিম খেয়েছে টুইটার। গত মে মাসে পাবলিক ভেরিফিকেশন উন্মোচনের মাত্র আট দিন পরেই নতুন সিস্টেমটি বন্ধ করতে বাধ্য হয় কোম্পানিটি।

ইতোমধ্যে একাধিকবার আবেদন প্রক্রিয়া চালু এবং স্থগিতের ঘটনা ঘটেছে। এমনকি ভুয়া অ্যাকাউন্টও ভেরিফাই হওয়ার প্রমাণ পাওয়া গেছে। আর তাই ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রক্রিয়াটির উন্নয়নে কাজ করেছে টুইটার।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button