জাতীয়

ঢাকাকে ভেনিসের মতো করা সম্ভব: তাজুল

জনপদ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐকবদ্ধ্য করে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ডেঙ্গু নির্মূল করতে হবে। জনসাধারণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সহজ হবে না।

বুধবার (১৮ আগস্ট) রাজধানীর উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজিত ‘সুস্থতার জন্য সামাজিক আন্দোলন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, মন্ত্রী, মেয়র, কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারী দিয়ে ঢাকাকে মশামুক্ত করে জনজীবনে স্বস্তি এনে দেওয়া সম্ভব নয়। জনগণের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নাগরিক সেবা নিশ্চিত করা যেমন সিটি করপোরেশনের মৌলিক দায়িত্ব তেমনি নাগরিকদেরও নিজের উপর অর্পিত দায়িত্ব অবহেলা না করে সুনাগরিকের ভূমিকা পালন করতে হবে।

বিশ্বের অনেক দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে এবং প্রতিবছর প্রায় একশ থেকে চারশ মিলিয়ন মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয় জানিয়ে মন্ত্রী সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, ফ্রান্সসহ বিভিন্ন দেশের ডেঙ্গুর পরিসংখ্যান তুলে ধরেন।

তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর মশার প্রভাব বেশি এ কথা সত্য। কিন্তু আমরা কেউ বসে নেই । সবাই সর্বাত্মকভাবে যার যার অবস্থান থেকে কাজ করছে।

তিনি আরও বলেন, গত বছর শুধু জলবায়ুর প্রভাবে ডেঙ্গু কম ছিল বলে অনেকে মন্তব্য করে থাকেন, কিন্তু এ কথা সত্য নয়। মন্ত্রণালয়, সিটি করপোরেশনের কাউন্সিলর, নগরবাসী সবার সমন্বিত উদ্যোগ ছিল বলে সেটা সম্ভব হয়েছে। এবারও আমরা সফল হব। পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অন্যান্য দেশ, যারা ডেঙ্গু মোকাবিলায় সফল হয়েছে তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাজ করা হচ্ছে।

এ সময় এডিস মশা নিধনে একটি ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট প্রণয়ন করা হয়েছে এবং সে অনুযায়ী সারাদেশে কাজ শুরু হবে বলে জানান মন্ত্রী।

তাজুল ইসলাম আরও বলেন, ঢাকা শহরের যত খাল-জলাশয় রয়েছে সেগুলো সংস্কার করে একটির সঙ্গে অপরটির সংযোগ দিয়ে ওয়াটার ট্রান্সপোর্ট চালু এবং দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ করে দৃষ্টিনন্দনভাবে গড়ে তুললে ঢাকা শহরকে ভেনিসের মতো আকর্ষণীয়ভাবে গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, সবাই মিলে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে। বিদ্যমান পরিস্থিতিতে চলমান অনলাইন শিক্ষা কার্যক্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান মেয়র।

ডিএনসিসি মেয়র আরও জানান, স্থানীয় সংসদ সদস্য ও কাউন্সিলরদের সঙ্গে নিয়ে ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে লার্ভি সাইড ছিটানো অব্যাহত রেখেছেন তারা।

আলোচনা সভায় জাতীয় সংসদ সদস্য নাহিদ ইজাহার খান ও ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button