সারাবাংলাসিলেট

শোক দিবসে সুবিধা বঞ্চিত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: নানা কর্মসুচীর মধ্য দিয়ে সুনামগঞ্জে পালিত হল জাতীয় শোক দিবস। জাতীর জনকের শাহাদত বার্ষিকীতে পূস্পস্তবক অর্পণ,আলোচনা সভা, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, শোক র‌্যালী, ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল, প্রার্থনা ও গুচ্ছ গ্রামগুলোতে সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

রবিবার সকাল ৯টায় নানা কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এবং সকাল ১০ টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।

পুস্পস্তবক অর্পণকালে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, পৌর মেয়র নাদের বখত, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা প্রশাসন,সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

একই দিন সুনামগঞ্জ কালেক্টরেট চত্ত্বরে বৃক্ষরোপন, সোনালী ব্যাংক লিমিটেডের বিশেষ সিএসআর কার্যক্রমের আওতায় সুবিধাবঞ্চিত পরিবারের  ৮৮ জনের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

জেলার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবিরের উদ্যোগে উপজেলার টেকেরঘাট, মাণিগাঁও সহ সব কয়টি গুচ্ছ গ্রামে বসবাসরত সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা শহরের উকিল পাড়া পয়েন্টে দিসব্যাপী সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে রান্না করা উন্নত মানের খাবার বিতরণ করেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অংগসংগঠনের নেতৃবৃন্ধ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button