ক্যাম্পাস

বুধবার থেকে চালু হচ্ছে ইবির প্রশাসনিক কার্যক্রম

জনপদ ডেস্ক: বুধবার (১১ আগস্ট) থেকে সীমিত আকারে চালু হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক কার্যক্রম।

মঙ্গলবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কাল থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস চলবে। কর্মকর্তাগণ স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে দুদিন (রোববার ও বুধবার) গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজগুলো করবেন। তবে শিক্ষামন্ত্রণালয় থেকে ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা থাকায় শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা চালু করা সম্ভব হচ্ছে না।

এদিকে কাল থেকে দাপ্তরিক কাজ চালু হলে শিক্ষার্থীরা তাদের সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্র তুলতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে গত ১৭ জুলাই থেকে বন্ধ হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। ২৬ জুলাই ছুটি শেষ হলেও সরকার কর্তৃক লকডাউনের ঘোষণা থাকায় ১০ আগস্ট পর্যন্ত বন্ধ থাকে প্রশাসনিক কার্যক্রম।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button