আন্তর্জাতিক

যে কৌশলে পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পথে তালেবান

জনপদ ডেস্কঃ আফগানিস্তানের ৪১৯টি জেলার মধ্যে ২১২টি জেলার দখল নিয়েছে তালেবান। এই অবস্থায় তালেবান দেশটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে বলে জানিয়েছেন মার্কিন সেনার জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি। তবে তালেবানের দখলকৃত জেলার মধ্যে দেশের কোনো জনবহুল প্রধান শহর নেই বলে জানিয়েছেন তিনি।

প্রতিরক্ষা দফতর পেন্টাগনে বুধবার এক সংবাদ সম্মেলনে মার্ক মাইলি বলেন, আফগানিস্তানের ৪১৯টির মধ্যে প্রায় ২১২টি জেলা দখল করেছে তালেবান।তবে দেশটিতে ৩৪টি প্রাদেশিক রাজধানী রয়েছে। তার একটিও তারা দখল করতে পারেনি।

আফগান নিরাপত্তা বাহিনী রাজধানী কাবুলসহ গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যস্ত। এ সুযোগে দেশের অন্যান্য অঞ্চল এক রকম বিনা বাধাতেই দখল করে নিচ্ছে তালেবান যোদ্ধারা। আরও পিছু হটতে বাধ্য করছে আফগান সেনাদের। এভাবেই নিজেদের শক্তি বাড়াচ্ছে তালেবান। ধীরে ধীরে অগ্রসর হচ্ছে রাজধানী কাবুলের দিকে।

সংবাদ সম্মেলনে মাইলি আরও বলেন, কৌশলগতভাবে তালেবান ক্রমশ অগ্রসর হচ্ছে। তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তবে আফগানিস্তানের সমগ্র পরিস্থিতির উপর যুক্তরাষ্ট্র নজর রাখছে বলেও জানান তিনি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button