রংপুর

রংপুরে কমেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা

জনপদ ডেস্কঃ রংপুর বিভাগে করোনায় মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ২৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৮ জনের.

মৃতদের মধ্যে লালমনিরহাটে ৩ জন, দিনাজপুরে ২ জন, নীলফামারীতে ২ জন ও ঠাকুরগাঁও জেলায় একজন মারা গেছেন। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৩২ জনে।

গত ২৪ ঘন্টায় এ বিভাগে ৮৬৫ জনের নমুনা পরীক্ষা করে ২৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলার ১৪২ জন, ঠাকুরগাঁওয়ে ৩৬, রংপুরে ৩১, লালমনিরহাটে ২২, গাইবান্ধায় ১৯, নীলফামারীদে ১৫, কুড়িগ্রামে ৭ ও পঞ্চগড় জেলার ৬ জন রয়েছেন।
বিভাগে শনাক্তের হার ৩২ দশমিক ১৪ শতাংশ। এ পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৭৩ হাজার ৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৩১ হাজার ৯৬৮ জনের দেহে শনাক্ত হয়েছে।

ভারপ্রাপ্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, গত কয়েকদিনের চেয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে। জনগণ স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button