জাতীয়পরিবেশ ও জীববৈচিত্র্য

শঙ্কা জাগাচ্ছে ডেঙ্গু

জনপদ ডেস্ক: বর্ষার শুরুতেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত পাঁচ মাসে আক্রান্ত ১০১ জন।  জুনের ২৩ দিনেই রোগী মিলেছে ১৪৬ জন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, উত্তরা, গুলশান, বনানী, মোহাম্মদপুর, শাহবাগ, পরিবাগে এডিসের ঘনত্ব স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ। বার পরিস্থিতির অবনতির শঙ্কা দেখা দিলেও এডিস নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ার কথা বলছে সিটি করপোরেশন।

চলতি মাসের বেশির ভাগ দিনই বৃষ্টি রাজধানীতে। পরিত্যক্ত টায়ার, বাড়ির ছাদ, নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থানে জমছে পানি। এতে এডিস মশার বিস্তার বাড়ায় ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন অনেকেই।

এ বছর এখন পর্যন্ত ঢাকায় ডেঙ্গু রোগী মিলেছে ২৩৫ জন। যার ১৪৬ জনই আক্রান্ত জুনের ২৩ দিনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, প্রতিটি ওয়ার্ডেই বেড়েছে এডিস মশা।

ব্রুটো ইনডেক্সে ঘনত্ব পাওয়া গেছে ২৫ থেকে ৫০ পর্যন্ত। কীটত্ত্ববিদেরা বলছেন, গত বছরের চেয়ে এবার ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে পারে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস বলছেন, নিয়মিত ওষুধ ছিটানোর পাশাপাশি অভিযান চালানো হচ্ছে। এতে নিয়ন্ত্রণে থাকবে পরিস্থিতি।

ঢাকা উত্তর সিটি করোপরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চিরুনি অভিযান, জরিমানাসহ বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। সেইসঙ্গে ডিএনসিসির নগর মাতৃসদন এবং স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্য ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই সিটি করপোরেশন কার্যকর পদক্ষেপ না নিলে করোনার মধ্যে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button