ক্রিকেটখেলাধুলা

আইসিসির তিন বড় ইভেন্ট আয়োজনে আগ্রহী বিসিসিআই

স্পোর্টস ডেস্কঃ আগামী আট বছরে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তিনটি বড় ইভেন্ট আয়োজন করতে আগ্রহী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

রোববার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে আইসিসির বড় তিনটি ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এজন্য আইসিসির কাছে নিজেদের লক্ষ্যের কথা জানাবে বিসিসিআই।

এ মাসের শুরুতে আইসিসির সভায় সিদ্বান্ত হয়, ২০২৪ থেকে ২০৩১ সালে পরিকল্পনা অনুযায়ী আট বছরের দু’টি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টুয়েন্টি বিশ্বকাপ, দু’টি চ্যাম্পিয়ন্স ট্রফি ও চারটি টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল আয়োজন করবে আইসিসি।

তাই আইসিসির এই পরিকল্পনা অনুযায়ী একটি চ্যাম্পিয়ন্স ট্রফি, একটি টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং একটি ওয়ানডে বিশ্বকাপের জন্যে দাবী জানাবে ভারত। বোর্ডের এক কর্মকর্তা সংবাদ সংস্থাকে জানান, ‘২০২৫’র চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৮’র টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং ২০৩১’র ওয়ানডে বিশ্বকাপের জন্য দাবী জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ছোট হলেও প্রতিযোগিতাটি খুবই জনপ্রিয়। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য আইসিসিকে জানাবো আমরা।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button