অপরাধটপ স্টোরিজরাজশাহী

রাজশাহী মহানগরীতে মাদক সম্রাজ্ঞী আটক

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে ১৩ গ্রাম হেরোইন ও ১০৫ গাঁজাসহ ১ মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজশাহী মহানগর এলাকাকে মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, এসআই মোঃ নুরন্নবী হোসেনের নেতৃত্বে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গত ১৮ জুন ২০২১ সন্ধ্যায় মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বোয়ালিয়া মডেল থানার তালাইমারী শহীদ মিনার এলাকার মাদক সম্রাজ্ঞী কমেলা খাতুন তার বাড়ির সামনে গাঁজা ও হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যা ৬.৫০ টায় ঘটনাস্থলে পৌঁছে নারী পুলিশের সহায়তায় মাদক সম্রাজ্ঞী কমেলা খাতুনকে আটক করেন। এসময় তার দখল হতে ১৩ গ্রাম হেরোইন ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও রেকর্ড পত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত আসামী কমেলা খাতুনের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় ৫ টি মাদকসহ অন্যান্য আইনে মামলা রুজু আছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button