Breaking Newsটপ স্টোরিজরাজশাহী

রাজশাহীতে মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন আরও ১০ জন

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন রাজশাহীর এবং চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন। এ নিয়ে চলতি মাসের গত ১৯ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৯৩ জন।

গত ২৪ ঘণ্টার মধ্যে তাদের ‍মৃত্যু হয় বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, মৃত ১০ জনের মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন। আর সাতজন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে পাঁচজন রাজশাহীর এবং চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন। এর মধ্যে রাজশাহীর ৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, নাটোরের চারজন, নওগাঁর পাঁচজন ও পাবনার একজন। একই সময় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। শনিবার সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৩৬৫ জন। আগের দিন ভর্তি ছিলেন ৩৪৯ জন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button