চট্টগ্রাম

করোনা: চট্টগ্রামে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ২২২

জনপদ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৫১টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২২ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫৫ হাজার ৬৮৮ জন।

এইদিন করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪২টি নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৬০ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষা করে ১৪ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭৪টি নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনাভাইরাস পাওয়া গেছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৬টি নমুনা পরীক্ষা করে ৮ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৪৬টি নমুনা পরীক্ষা করে ১১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষা করে ৭ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪৪টি নমুনা পরীক্ষা করে ২২ জন, চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষা করে ৪ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরের করোনা পজেটিভ পাওয়া গেছে।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৯টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এদিন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ২২২ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৩৪ জন এবং উপজেলায় ৮৮ জন। নগরে মৃত্যু হয়েছে ৩ জন এবং উপজেলায় ১ জনের।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button