অর্থনীতি-ব্যবসাটপ স্টোরিজ

সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ

জনপদ ডেস্কঃ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স-এর লেনদেন শুরু হয়েছিল ৬ হাজার ৫১ পয়েন্ট থেকে।  লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৬ হাজার ৫২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ১২৯০ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২১৯৭ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৭টি কোম্পানির শেয়ারের।  দাম কমেছে ২৩৭টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ২৮টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৭ হাজার ৫৭০ পয়েন্টে অবস্থান করে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button