আন্তর্জাতিকটপ স্টোরিজধর্ম

হজের জন্য প্রথম ২৪ ঘণ্টায় সাড়ে ৪ লাখ আবেদন

ধর্ম ডেস্কঃ হজ করতে ২৪ ঘণ্টায় সৌদি আরবে বসবাসকারী সাড়ে চার লাখের বেশি মানুষ আবেদন করেছেন। রেজিস্ট্রেশন শুরুর প্রথম দিনই এতসংখ্যক মানুষ আবেদন করে বলে মঙ্গলবার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। খবর আরব নিউজের।

প্রথম দিন যারা আবেদন করেছেন, তাদের মধ্যে ৬০ শতাংশ পুরুষ এবং ৪০ শতাংশ নারী।

সৌদি মন্ত্রণালয় জানায়, হজ করার ক্ষেত্রে যারা আগে আবেদন করবেন, তাদের ক্ষেত্রে কোনো অগ্রাধিকার সুবিধা দেওয়া হবে না। আগামী ২৩ জুন পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলবে।

সৌদি নাগরিক এবং সেখানে বসবাসকারী ১৮ থেকে ৬৫ বয়সির মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন, যারা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত নন এবং গত পাঁচ বছর হজ করেননি কেবল তারাই এ বছর হজের জন্য আবেদন করতে পারবেন।

এর আগে গত শনিবার সৌদি সরকার জানায়, এ বছর করোনা মহামারির কারণে অন্য দেশ থেকে কেউ হজে যেতে পারবেন না। সৌদি আরবের নাগরিক এবং সেখানে বসবাসকারীদের মধ্যেও মাত্র ৬০ হাজার মানুষ এবার হজের সুযোগ পাবেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button