পরিবেশ ও জীববৈচিত্র্য

মোংলায় মুরগির খোপ থেকে অজগর উদ্ধার

জনপদ ডেস্ক: বাগেরহাটের মোংলায় সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়ছে।

মঙ্গলবার (১৪ জুন) সকালে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বিধান হালদারের বাড়ির খোপ থেকে অজগরটি উদ্ধার করেন বনরক্ষী ও ওয়াইল্ডটিমের সদস্যরা।

বিধান হাওলাদার জানান, অজগরটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল। হয়তো রাতের কোনো এক সময় অজগরটি আমাদের হাঁস-মুরগির খোপে ঢুকেছিল। সকালে মুরগি ছাড়তে গিয়ে দেখা যায় খোপের মধ্যে একটি বড় সাপ। তখন আমরা কাটাখালী টহল ফাঁড়ির ও ওয়াইল্ডটিম ও ভিটিআরটিকে খবর দিলে তারা এসে অজগরটিকে উদ্ধার করে। এতক্ষণে সাপটি আমাদের খোপের অন্তত ৫টি হাঁস মেরে ফেলেছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের কাটাখালী ফাঁড়ির ওসি মেগনাথ বলেন, ওয়াইল্ডটিমের সহযোগিতায় আমরা সাপটি উদ্ধার করেছি। পরবর্তীতে আমরা সাপটিকে বনে অবমুক্ত করেছি। উদ্ধার হওয়া সাপটির ওজন ৬ কেজি এবং লম্বায় প্রায় ৮ ফুট।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button