জাতীয়

ভোররাত তিনটায় ক্লাস নিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য

জনপদ ডেস্ক: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বুধবার (৯ জুন) রাত ৩টা ২০ মিনিটে গুগল মিটে ক্লাস নেন। এ ঘটনার পর ক্যাম্পাসে ও বাইরে চলছে ব্যাপক সমালোচনা।

বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা বলেন, অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ গুগল মিটে বুধবার রাত সাড়ে ৮টায় ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের পলিটিক্যাল থট কোর্সের ক্লাস নেবেন বলে জানান। কিন্তু তিনি ক্লাস নেওয়া শুরু করেন রাত ৩টা ২০ মিনিটে। তার ক্লাস শেষ হয় ৩টা ৫৫ মিনিটে।

শুরুতে ক্লাসে ২৮ জন যুক্ত থাকলেও শেষ পর্যন্ত ১২ জন ছিলেন বলে শিক্ষার্থীরা জানান।

মধ্যরাতে ক্লাস হওয়ায় অনেকে শিক্ষার্থীই থাকতে পারেননি এবং অনেকেই বিব্রতবোধ করেন।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমান বলেন, “মধ্যরাতে কীভাবে ক্লাস নিতে পারে একজন শিক্ষক। এটি কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। শিক্ষক হিসেবে এ বিষয়টি নিয়ে ভাবতেও লজ্জা লাগছে।”

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button