খেলাধুলা

সাকিবকে ‘সতর্ক’ করল বিসিবি

স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগেই জৈবসুরক্ষা বলয় ভঙ্গের অভিযোগ এসেছিলো সাকিব আল হাসানের বিরুদ্ধে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে অনুশীলনের সময়ে মাসকো সাকিব ক্রিকেট একাডেমির কয়েকজন বোলারকে নেটে বোলিং করতে দেখা যায়, সাথে একজন অপরিচিত থাকায় বিপত্তি বাধে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস তদন্ত শেষে তাদের সিদ্ধান্ত জানিয়েছে।

করোনা পরীক্ষা করেই নেট বোলারদের প্রবেশ করানো হলেও আগন্তুকের ব্যাপারে কোনো নিশ্চয়তা ছিলো না। গতকাল মঙ্গলবার এক ভার্চুয়াল শুনানিতে মোহামেডান কর্তৃপক্ষ এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে। গণমাধ্যমে আসার পর এমন ঘটনার তদন্ত শেষে আজ বুধবার এক ভিডিও বার্তায় সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম জানান, মোহামেডান কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করায় তাদের আপাতত সতর্ক থাকতে বলা হচ্ছে এবং দলটিকে সতর্ক করে আবারও চিঠি দেয়া হবে।

ফলে আপাতত দৃশ্যত কোনো শাস্তির মুখোমুখি হচ্ছেন না সাকিব এবং ঢাকা প্রিমিয়ার লিগের শক্তিশালী দল মোহামেডান।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button