চট্টগ্রামসারাবাংলা

চট্টগ্রামে শনাক্তের হার ১২ দশমিক ৩৭ শতাংশ

জনপদ ডেস্কঃ চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এদিন নতুন ১২৯ জন পজিটিভ শনাক্ত হন। সংক্রমণের হার ১২ দশমিক ৩৭ শতাংশ। সুস্থ হয়ে উঠেছেন ৪৬৮ জন।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, সরকারি-বেসরকারি মিলিয়ে নগরীর নয়টি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১ হাজার ৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন ১২৯ জনের মধ্যে শহরের ৮৯ জন এবং ১১ উপজেলার ৪০ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৫৪ হাজার ২২১ জনে দাঁড়াল। সংক্রমিতদের মধ্যে শহরের ৪৩ হাজার ৩৮ জন ও গ্রামের ১১ হাজার ১৮৪ জন।

উপজেলা পর্যায়ে গতকাল শনাক্ত ৪০ জনের মধ্যে সর্বোচ্চ বাঁশখালীতে ১০, সীতাকুন্ডে ৯, ফটিকছড়িতে ৬, মিরসরাই ও রাঙ্গুনিয়ায় ৩ জন করে, সন্দ্বীপ, হাটহাজারী ও সাতকানিয়ায় ২ জন করে এবং রাউজান, পটিয়া ও বোয়ালখালীতে ১ জন করে রয়েছেন।

সোমবার (০৭ জুন) করোনায় মারা যান দুইজন। এতে মৃতের সংখ্যা এখন ৬৩১ জন। এর মধ্যে শহরের ৪৫১ জন ও গ্রামের ১৮০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৬২ জন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button