Breaking Newsআন্তর্জাতিকজাতীয়টপ স্টোরিজ

বাংলাদেশেকে চিকিৎসা সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র

জনপদ ডেস্ক: বাংলাদেশে কোভিড-১৯ এর বিস্তার রোধে জরুরি চিকিৎসা সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৭ জুন) রাতে সরবরাহটি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়।

মেডিক্যাল সামগ্রীর মধ্যে রয়েছে মাস্ক, অক্সিমিটার, গগলস।

যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সর্বশেষ এই সহায়তার মাধ্যমে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্র প্রায় সাড়ে আটকোটি ডলার স্বাস্থ্য সহায়তা দিয়েছে।

সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর. মিলার, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমেরিকাস) তৌফিক ইসলাম শাতিল, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব-ইআরডি কবির আহমেদ, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি)-এর লাইন ডিরেক্টর ডা. মোহাম্মদ রোবেদ আমিন, স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার উপ-পরিচালক ডা. মো. জাহিদুল ইসলাম এবং ঢাকার সিভিল সার্জন ডা. মইনুল আহসান উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button