ক্রিকেটখেলাধুলা

করোনামুক্ত হলেন ইমরুল

স্পোর্টস ডেস্কঃ করোনামুক্ত হয়েছেন ইমরুল কায়েস। রোববার (৬ জুন) করোনা পরীক্ষায় তিনি নেগেটিভ প্রমাণিত হন।

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর আগে ক্রিকেটারদের করোনা পরীক্ষার উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল ২৮ মে করোনা পরীক্ষা করা হলে পজিটিভ হন ইমরুল।

প্রথম দফায় পজিটিভ আসার পর দ্বিতীয় দফায় আবারও পজিটিভ প্রমাণিত হন বাঁহাতি এই ব্যাটসম্যান। ২৯ মে আরও কয়েকবার করোনা পরীক্ষা করেছিলেন ইমরুল। যেখানে ৪ বারের মধ্যে তিনবার পজিটিভ আসেন তিনি।

ফলে ডিপিএলের প্রথম তিন রাউন্ডে খেলা হয়নি ইমরুলের। ডিপিএলের এবারের আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে আছেন ইমরুল। করোনা নেগেটিভ হওয়ায় শিগগিরই তিনি যোগ দেবেন দলের সঙ্গে।

ইতোমধ্যে তিন ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে শেখ জামাল। বাকি দুই ম্যাচেই হেরেছে দলটি। ইমরুল কায়েস ফিরলে দলটির টপ অর্ডার আরও বেশি শক্তিশালী হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button