জাতীয়

গ্রামগুলোতে শহরের জনদুর্ভোগ যেন না যায়: এলজিআরডি মন্ত্রী

জনপদ ডেস্ক: গ্রামগুলোতে শহরের সুযোগ-সুবিধা পৌঁছে গিয়ে যাতে শহরের ন্যায় জনদুর্ভোগ তৈরি না হয় সেদিকে লক্ষ্য রেখে ‘আমার গ্রাম, আমার শহর দর্শন’ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ রবিবার স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এক পর্যালোচনায় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, শহরে যে সকল সমস্যা জনদুর্ভোগ সৃষ্টি করে সেগুলোকে বিবেচনায় নিয়েই গ্রামকে শহরে রূপান্তরিত করতে হবে।

তাজুল ইসলাম মনে করেন, রাজধানীসহ দেশের বড় বড় নগরে অবৈধভাবে জায়গা দখল করে অবকাঠামো নির্মাণের ফলে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। পর্যাপ্ত রাস্তা, খোলা জায়গা, ড্রেনেজ ব্যবস্থা, অন্যান্য নাগরিক সেবা নিশ্চিত না করে গড়ে উঠেছে মহানগরী।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button