আন্তর্জাতিক

হ্যাকারদের টার্গেটে এলন মাস্ক

জনপদ ডেস্ক: সাম্প্রতিক বছরগুলোতে গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এলন মাস্ক বার বার সাইবার হ্যাকারদের কবলে পড়েছেন।

পেপাল, সায়েন্টোলজির মতো অনেক প্রতিষ্ঠানের বেনামি অ্যাকাউন্ট থেকে এ হ্যাকাররা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। সম্প্রতি হ্যাকাররা আবারও এলনকে টার্গেট করেছে। তাদের উদ্দেশ্য বিটকয়েনের মাধ্যমে অর্থ আদায় করা।

অজ্ঞাত হ্যাকাররা এলনের সমালোচনা করে এক ভিডিও বার্তায় বলেন, ক্রিপ্টোকারেন্সি বাজারে এলনের ক্ষমতা ও দাম্ভিকতার জেরেই তারা তাকে টার্গেট করেছে। তিনি (এলন) শ্রমিকদের কষ্ট দেন এবং নিজেকে মঙ্গলগ্রহের বাদশাহ মনে করেন।

এদিকে এলনের কোম্পানি বিটকয়েনের মাধ্যমে অর্থ নেয়া বন্ধ করেছে। গত মার্চে তারা বিটকয়েনের এই সেবাটি চালু করেছিল।

প্রসঙ্গত, হ্যাকাররা বেশির ভাগ সময় বিটকয়েনে অর্থ পরিশোধ করতে বলে। চেইন অ্যানালাইসিস নামের একটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বলেছে, গত বছর বিটকয়েনের মাধ্যমে র‌্যানসমে অর্থ পরিশোধ করার বিষয়টি ২০১৯ সালের তুলনায় ৩১১ শতাংশ বেড়েছে।

সূত্র: এনডিটিভি, দ্য ইকোনোমিস্ট

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button