কৃষিটপ স্টোরিজরাজশাহীসারাবাংলা

রাজশাহী বীজ ডিলার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ

নিজস্ব প্রতিবেদক:  বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার বার্ষিক সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মহানগরীর ম্যাংগো রিসোর্ট গ্র্যান্ড পার্টি হলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের  মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আগামী ৩/৪ বছরে রাজশাহী মহানগরীর আমূল পরিবর্তন হবে। প্রশস্ত সড়ক, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, আবাসিক এলাকা তৈরির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে দুইটি শিল্পাঞ্চল অনুমোদন দিয়েছেন। বিসিক শিল্পনগরী-২ এর ভূমি উন্নয়ন কাজ চলছে। চামড়া শিল্প পার্ক প্রতিষ্ঠার কাজ চলছে। এসবের কাজ শেষে হলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। সভায় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বীজ ডিলাদের যত্নসহকারে উন্নতমানের বীজ কৃষকদের মাঝে সরবরাহের জন্য আহ্বান জানান।
বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন রাজশাহী জেলার সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর বিএডিসি যুগ্ম-পরিচালক (বীজ বিপনন) দিলোয়ার হোসেন, যুগ্ম- পরিচালক (সার ব্যবস্থাপনা) আশরাফুল ইসলাম, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক উম্মে সালমা। বক্তব্য দেন বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন রাজশাহী জেলার সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন মনিরুল ইসলাম। সভায় আয়-ব্যয়ের হিসাব পাঠ করেন বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন রাজশাহী জেলার অর্থ সম্পাদক মোঃ ওমর ফারুক।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button