ধর্মরাজনীতিসারাবাংলা

মোদি বাংলাদেশে আসবে কোন মুখে : ফয়জুল করীম

জনপদ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, মোদির লজ্জা থাকলে বাংলাদেশ সফরে আসবে না।  তিনি বলেন, নরেন্দ্র মোদি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ভরা মৌসুমে পানি ছেড়ে দেয়, পানির প্রয়োজনের সময় আবার তা বন্ধ করে দেয়। পেঁয়াজের সংকট হলে রপ্তানি বন্ধ করে, ভরা মৌসুমে পেঁয়াজ দেয়। মোদির লজ্জা থাকলে বাংলাদেশ সফরে আসবে না।

মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম এসব কথা বলেন।  তিনি বলেন, বাংলাদেশে আসলে ইসলাম ও মানবতার এই দুশমন মোদিকে সীমান্তে হত্যাকারীদের কঙ্কাল উপহার দেয়া উচিত। যে দেশের সরকার মুসলমানদের নাগরিক অধিকার হরণ করে ভারত থেকে বিতাড়িত করতে চায়, সেই ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে আসবে কোন মুখে?ভারতের উচ্চ আদালতে পবিত্র কোরআনের ২৬টি আয়াত বাতিলের রিট গ্রহণ করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর।

ফয়জুল করীম বলেন, নরেন্দ্র মোদি ভারতের শিয়া ওয়াক্ফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রেজভীকে দিয়ে পবিত্র কোরআনের ২৬টি আয়াত বাতিলের রিট করিয়েছে। তিনি বলেন, ২৬টি আয়াত কেন? কোরআনের একটি আয়াত কিংবা আয়াতের অংশকে বাদ দেয়ার শক্তি বিশ্বের কোনো মানুষ কিংবা আদালত রাখেন না।

মুফতি ফয়জুল করীম আরও বলেন, ভারত মুসলমানদের সঙ্গে খেলা শুরু করেছে- কখনো মসজিদ ভেঙে, কখনো সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা করে, কখনো পানি বন্ধ করে দিয়ে, কখনো গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলিম হত্যা করে। ইসলাম ও কোরআনের এই দুশমনকে বাংলাদেশের মানুষ বরণ করতে পারে না।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button