খেলাধুলা

হৃদয়-শামিমের ব্যাটিং তাণ্ডবে আইরিশদের হার

জনপদ ডেস্ক: তাওহিদ হৃদয়, সাইফ হাসান ও শামিম হোসেনের ব্যাটিং তাণ্ডবের পর গতির ঝড় তুললেন সুমন খান। এই চার তরুণের অবিশ্বাস্য পারফরম্যান্সে উড়ে গেল আয়ারলান্ড এ দল।  একমাত্র আন-অফিসিয়াল টি-টোয়েন্টি ম্যাচে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে সাইফ হাসান, তাওহিদ হৃদয় ও শামিম হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ইমার্জিং দল।

দলের হয়ে ৩৬ বলে ৫টি চার ও এক ছক্কায় ৪৮ রান করেন ওপেনার ও অধিনায়ক সাইফ হাসান। ৩৫ বলে ৭টি চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করেন তাওহিদ হৃদয়। ইনিংসের শেষ দিকে রীতিমতো তাণ্ডব চালান শামিম হোসেন। মাত্র ১১ বলে চারটি ছক্কায় করেন ২৮ রান। টার্গেট তাড়া করতে নেমে তরুণ পেসার সুমন খানের গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮.১ ওভারে ১৫৪ রানে অলআউট আয়ারল্যান্ড এ দল। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন লোরকান টাকার। বাংলাদেশ ইমার্জিং দলের ২১ বছর বয়সী তারকা পেসার সুমন খান ৩.১ ওভারে ২৮ রানে শিকার করেন সর্বোচ্চ ৪ উইকেট। দুটি করে উইকেট নেন তানভির ইসলাম ও আমিনুল ইসলাম।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button