বিনোদন

দীঘির বিরুদ্ধে মামলাকে ‘সিনেমার প্রচারণার কৌশল’ মনে হচ্ছে বাবার

জনপদ ডেস্কঃ প্রার্থনা ফারদিন দীঘি, তার বাবা ও মামার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। বুধবার (১০ মার্চ) দুপুরে ঢাকা জজ কোর্টে মামলা দায়ের করেছেন বলে সময়নিউজকে নিশ্চিত করেছেন তিনি। তার ভাষায়, ‘দীঘি, তার বাবা এবং মামা তিনজনের বিরুদ্ধে মামলা করেছি।’

এদিকে মামলা প্রসঙ্গে জানতে চাইলে দীঘির বাবা অভিনেতা সুব্রত চক্রবর্তী বলেন, ‘মামলার বিষয়ে আমি এখনো কিছু জানি না। আমার কাছে কোনো কাগজপত্র আসেনি। তবে কয়েকদিন বিভিন্ন জায়গা থেকে শুনছি তিনি (ঝন্টু) মামলা করবেন। এরপর আমরা তার সঙ্গে এবং সিনেমার প্রযোজকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু তারা ফোন রিসিভ করেননি।’

এটি সিনেমার প্রচারের কৌশল হতে পারে উল্লেখ করে দীঘির বাবা আরো বলেন, ‘তার মতো (ঝন্টু) একজন লোক কেন এ ধরনের কথা বলবেন সেটাই আমি বুঝি না! মামলা করার মতো এখানে কি ঘটল? একটা মেয়ে যদি বলে- তার কাজটি ভালো হয়নি। আমি তো মনে করি, সে এ কথা বলে সাহস দেখিয়েছে। ও (দীঘি) ফিল করেছে, ওর কাজটি আরো ভালো হতে পারতো।’

আলাপকালে সুব্রত জানান, এখনো কিছুই হাতে পাইনি। জানান, মামলার কাগজপত্র হাতে পেলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। তিনি মনে করেন, সিনেমাটি নিয়ে প্রচারের কৌশল হিসেবেই এগুলো করছেন দেলোয়ার জাহান ঝন্টু এবং ‘তুমি আছো ‍তুমি নেই’ সিনেমার প্রযোজক সিমি ইসলাম কলি। অন্যদিকে, মামলার বিষয়ে কথা বলতে বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় সিমির নাম্বারে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি তাকে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button