খেলাধুলানির্বাচন

ভোট দিলেন মেসি

জনপদ ডেস্ক: বহুল প্রতীক্ষিত বার্সেলোনা ক্লাবের নির্বাচন শুরু হয়েছে। রোববার (৭ মার্চ) স্থানীয় সময় সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে রাত ৯টা পর্যন্ত। এই নির্বাচন দিয়েই নতুন সভাপতি পাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব বার্সেলোনা। এবারের নির্বাচন বেশ আলোচিত। গত বছর দুর্নীতির দায়ে পদত্যাগ করেন হোসে মারিয়া বার্তোমেউ। এরপর জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলেও, স্পেনে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায়, তা পিছিয়ে দেয়া হয় মার্চে।

সভাপতির জন্য লড়াই করছেন তিন জন। সাবেক সভাপতি হোয়ান লাপোর্তে ছাড়াও প্রতিদ্বন্দ্বীতায় আছেন ভিক্টর ফন্ত ও টনি ফ্রেইজা। নির্বাচনের আগে নানা সমীক্ষায় এগিয়ে আছেন লাপোর্তে। বার্সেলোনা ক্লাবসহ মোট ৬টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। ক্লাবের প্রতিটি সদস্যই ভোট দিতে পারবেন। বার্সেলোনা ক্লাবে মোট এক লাখ ১০ হাজার ২৯০ জন সদস্য আছেন। এর মধ্যে বিশ হাজার ৬৬৩ জন দাক যোগে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাকিরা সশরীরে উপস্থিত হয়ে ভোট দিচ্ছেন।

ক্যাম্প ন্যু’তে ১০১টি টেবিলে ভোট প্রদান করবেন ৭৮,৯৮৭ জন সদস্য। সকাল সাড়ে ১১টার মধ্যেই ভোট প্রদান করেন তিন সভাপতি প্রার্থী। তবে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তার ছেলে থিয়াগোকে নিয়ে ভোট দিয়েছেন লিওনেল মেসি। এছাড়াও ভোট দিয়েছেন সার্জি রবার্তো, সার্জিও বুসকেটস, জর্ডি অ্যালবারা। ক্লাবের সাবেক কোচ লুই এনরিকে, সাবেক ফুটবলার বোজান কিরকিচরাও ভোট দিয়েছেন। নির্বাচনে জয় পাওয়া প্রার্থী ২০২৬ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button