আন্তর্জাতিকস্বাস্থ্য ও চিকিৎসা

করোনায় আক্রান্ত গুজরাটের মুখ্যমন্ত্রী

জনপদ ডেস্কঃ করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়েছেন ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। সোমবার (১৫ ফেব্রুয়ারি) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি আহমেদাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।

জানা যায়, রোববার রাজ্যের ভদোদরায় স্থানীয় নির্বাচনে প্রচারণার সময় এক জনসভায় স্টেজে বক্তৃতা দেয়ার সময় হঠাৎ করে মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। তৎক্ষণাৎ হেলিকপ্টারে করে তাকে নিয়ে যাওয়া হয় আহমেদাবাদে। সেখানকার ইউএন মেহতা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপরই রাতে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। আজ তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতাল থেকে প্রকাশিত মেডিকেল বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে হাসপাতালের ডিরেক্টর জানান, ‘আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। ইসিজি, সিটি স্ক্যানসহ সব রিপোর্টই ঠিক রয়েছে। তার ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। মৃদু উপসর্গ রয়েছে তার শরীরে। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button