জনপদ ডেস্ক

ইনস্টাগ্রামে প্রফেশনাল ড্যাশবোর্ড

টেক ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মালিকানাধীন ফটোশেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবসায় উদ্যোক্তা এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার নিয়ে কাজ করছে। অ্যাপটিতে ‘প্রফেশনাল ড্যাশবোর্ড’ নামে নতুন ফিচারটিতে সব বিজনেস টুলস থাকছে।

যারা ইনস্টাগ্রামকে পেশাগতভাবে ব্যবহার করে এবং কনটেন্ট নির্মাতা ও ব্যবসায় অ্যাকাউন্টগুলো নতুন এ ড্যাশবোর্ড দেখতে পাবে। কনটেন্ট নির্মাতারা ব্র্যান্ডেড কনটেন্ট পার্টনারশিপ ও অন্যান্য মনিটাইজেশন ফিচারের শর্টকাট পাবেন। অন্যদিকে, রেস্টুরেন্ট কিংবা দোকান মালিকরা এ ড্যাশবোর্ড থেকে তাদের বিজ্ঞাপন ট্র্যাক করা কিংবা শপিং ফিচার সেটআপ করতে পারবেন।

এ ছাড়া ড্যাশবোর্ডে অ্যাকাউন্টের বিশ্লেষণ এবং টিউটোরিয়ালসহ প্রয়োজনীয় আর্টিকেলের লিংক থাকবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button