বরিশালসারাবাংলা

বরিশালে বাস মালিকদের অবরোধ

জনপদ ডেস্কঃ বরিশালে বাস শ্রমিকের ওপর থ্রি হুইলার শ্রমিকদের হামলার প্রতিবাদে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাসে তা তুলে নিয়েছেন বাস শ্রমিকরা।

রোববার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরীর রুপাতলীর কাঠালতলায় তারা এ অবরোধ করেন। যার ফলে বরিশাল- কুয়াকাটা সড়কের ওই স্থানে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়।

বরিশাল মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাহী সভাপতি রফিকুল ইসলাম মানিক জানান, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষেধ থাকার পরও সড়কগুলোতে আলফা মাহিন্দ্রাসহ অন্যান্য থ্রি-হুইলার চলাচল করছে। সকালে বাস শ্রমিকরা তাদের চলাচলে বাধা দেয়। এ ঘটনার জেরে সকাল সাড়ে ৯টার দিকে মাহিন্দ্রা শ্রমিকরা কাঠলতলা এলাকায় দোয়েল পরিবহনের একটি বাসে হামলা চালায়। এতে বাসের সুপারভাইজার পারভেজ গুরুতর আহত হয়। তাকে অন্য শ্রমিকরা উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে

তিনি আরও জানান, হামলার প্রতিবাদে তারা ওই সময় কাঠালতলা এলাকায় সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

এ বিষয়ে সুষ্ঠু ব্যবস্থা না নেওয়া হলে আবারও কর্মসূচি নেয়ারে হুঁশিয়ারি দেন তারা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button