ইতিহাস-ঐতিহ্যখেলাধুলাটপ স্টোরিজরাজশাহীসারাবাংলা

তানোরে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, তানোর: গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐহিত্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা তানোরে অনুষ্ঠিত হলো। বরেন্দ্র অঞ্চলের গেরুয়া প্রান্তরে ধুলিমাখা মাঠে টকবকিয়ে ছুটছিল ঘোড়া। আর হাজার হাজার দর্শকের করতালিতে যেন পুরো মাঠ হয়ে উঠেছিল আনন্দ উৎসবের মিলনমেলাতে।

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা জমির মাঠে দুই দিনব্যাপি ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জসহ রাজশাহী জেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৬০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এর আগে গত সোমবার দুপুরে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। মঙ্গলবার শেষ দিনে বিকালে ফাইনাল ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড়া দৌড় খেলায় তিন ক্যাটাগরিতে বিজয়ী ঘোড়ার মালিকদের পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবক আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংসদ সহকর্মী পারুল চৌধুরী, ইউএনও সুশান্ত কুমার মাহাতো, ওসি রাকিবুল হাসান, আ’লীগ নেতা কামরুজ্জামান চঞ্চল, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না প্রমুখ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button