Breaking Newsআন্তর্জাতিক

আমিরাতে পরীক্ষামূলক ভ্যাকসিন নিলেন বাংলাদেশি যুবক

জনপদ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে আরও এক বাংলাদেশি করোনার পরীক্ষামূলক ভ্যাকসিন নিয়েছেন। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে রাহাত আহমেদ একই ভ্যাকসিন গ্রহণ করেন।

গত ২৪ ও ২৭ জুলাই পরপর দুই বাংলাদেশি আবুধাবিতে করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেন। দেশটিতে অবস্থানরত অন্যান্য বাংলাদেশিদেরও ভ্যাকসিন গ্রহণে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন তারা।

চীনের সিনোফার্মের তৈরি এ ভ্যাকসিন ইতোমধ্যে কয়েক হাজার ব্যক্তির শরীরে প্রয়োগের কাজ চালিয়ে যাচ্ছে আবুধাবির স্বাস্থ্য বিভাগ।

ওই বাংলাদেশি জানান, আমি সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় বাংলাদেশি করোনার ভ্যাকসিন গ্রহণ করেছি।প্রায় ৩০ ঘণ্টার মতো হয়ে গেছে; শরীরে এখনও কোন উপসর্গ নেই।

ভ্যাকসিন নেয়া প্রথম বাংলাদেশি জানান, আমি আগে যেমন সুস্থ ছিলাম। এখন আগের থেকে আরও বেশি সুস্থ আছি। এখানে প্রবাসী বাংলাদেশি যারা আছে; তারা যেন এই ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে এগিয়ে আসে।

রেড ক্রিসেন্ট এর সাথে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা রাহাত ও আনিসুরকে এখন থেকে আরও এক বছর পর্যবেক্ষণে রাখা হবে। করা হবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button