রাজশাহী , বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বাগমারায় শ্রেণিকক্ষ থেকে অজগর সাপ উদ্ধার, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, আহত ৭ ঢাকার দুই সিটি নির্বাচন জানুয়ারিতে ভারতে ভোলে বাবার সৎসঙ্গ সভায় যেভাবে প্রাণ গেল শতাধিক মানুষের ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে তিনটি বোমা উদ্ধার ২০২৬ সালের এসএসসি পর্যন্ত থাকতে পারে গ্রেডিং ফেনীর দুই উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত ছোবল দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে বাঘার শ্রমিক নিজের নামে ইন্সটিটিউট স্থাপনে প্রধানমন্ত্রীর ‘না’ রাবি শিক্ষকদের প্রথম দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন মেয়র লিটনকে আ.লীগ নেতা বাবুল হত্যা মামলার আসামী করার ঘোষণার প্রতিবাদে আ.লীগের সংবাদ সম্মেলন সর্বাত্মক কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা মারা গেছেন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আমি থাকতেই প্রতিটি বিভাগে মেট্রোরেল করে দেব : প্রধানমন্ত্রী এবারের বাজেট মোটেও উচ্চাভিলাষী নয় : সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ৭ হাজার ৬৩৮ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত ১৩৬ জন

  • আপডেটের সময় : ০১:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
  • ৫৬ টাইম ভিউ
Adds Banner_2024

জনপদ ডেস্কঃ বগুড়ায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২ হাজার ৯০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলার সরকারি-বেসরকারি দুটি মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবরেটরি এবং ঢাকার একটি ল্যাবরেটরিতে আরও ১৩৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এ নিয়ে আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত জেলায় কোভিড–১৯ আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯১৮।

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। জেলায় সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা এখন ৫২। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩১ জন। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় করোনার সংক্রমণ থেকে সুস্থ হলেন ৫৭৪ জন।

জেলায় ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫০৫ জনের। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে জেলায় এ পর্যন্ত ১৮ হাজার ২২২টি। পরীক্ষার প্রতিবেদন মিলেছে ১৫ হাজার ৫৮৯ জনের। সংগৃহীত নমুনা সংরক্ষিত রয়েছে আরও ২ হাজার ৬৩৩টি।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরি এবং ঢাকার একটি ল্যাবরেটরিতে ৬৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়েছেন ১৩৬ জন।

আজ বেলা ১১টায় জেলা স্বাস্থ্য বিভাগের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ফারজানুল ইসলাম। তিনি জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে ২৪ ঘণ্টায় বগুড়ার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এ ছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে ১৮০টি নমুনা পরীক্ষা হয়। সরকারি-বেসরকারি দুই মেডিকেল কলেজের ল্যাবরেটরি ছাড়াও ঢাকার একটি ল্যাবরেটরিতে আরও ৩৩৫টি নমুনা পরীক্ষা হয়। এই তিনটি ল্যাবরেটরি থেকে আসা প্রতিবেদনে ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন ১৩৬ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে জেলা শহরের সর্বোচ্চ ৭৩ জন রয়েছেন। এ ছাড়া নতুন করে শেরপুর উপজেলায় ১৬ জন, গাবতলী উপজেলায় ১৫, সোনাতলায় ১৩, শাজাহানপুর উপজেলায় ৭, ধুনট উপজেলায় ৪, শিবগঞ্জ উপজেলায় ৩, দুপচাঁচিয়ায় ২ এবং কাহালু, সারিয়াকান্দি ও আদমদীঘি উপজেলায় ১ জন করে রয়েছেন।
ফারজানুল ইসলাম আরও বলেন, গতকাল সোমবার পর্যন্ত জেলায় সংক্রমিত ছিলেন ২ হাজার ৭৮২ জন। নতুন করে ১৩৬ জনের শনাক্ত হওয়ায় এ পর্যন্ত জেলায় মোট সংক্রমিত হলেন ২ হাজার ৯১৮ জন।

প্রথম আলো

Adds Banner_2024

বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত ১৩৬ জন

আপডেটের সময় : ০১:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০

জনপদ ডেস্কঃ বগুড়ায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২ হাজার ৯০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলার সরকারি-বেসরকারি দুটি মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবরেটরি এবং ঢাকার একটি ল্যাবরেটরিতে আরও ১৩৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এ নিয়ে আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত জেলায় কোভিড–১৯ আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯১৮।

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। জেলায় সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা এখন ৫২। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩১ জন। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় করোনার সংক্রমণ থেকে সুস্থ হলেন ৫৭৪ জন।

জেলায় ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫০৫ জনের। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে জেলায় এ পর্যন্ত ১৮ হাজার ২২২টি। পরীক্ষার প্রতিবেদন মিলেছে ১৫ হাজার ৫৮৯ জনের। সংগৃহীত নমুনা সংরক্ষিত রয়েছে আরও ২ হাজার ৬৩৩টি।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরি এবং ঢাকার একটি ল্যাবরেটরিতে ৬৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়েছেন ১৩৬ জন।

আজ বেলা ১১টায় জেলা স্বাস্থ্য বিভাগের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ফারজানুল ইসলাম। তিনি জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে ২৪ ঘণ্টায় বগুড়ার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এ ছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে ১৮০টি নমুনা পরীক্ষা হয়। সরকারি-বেসরকারি দুই মেডিকেল কলেজের ল্যাবরেটরি ছাড়াও ঢাকার একটি ল্যাবরেটরিতে আরও ৩৩৫টি নমুনা পরীক্ষা হয়। এই তিনটি ল্যাবরেটরি থেকে আসা প্রতিবেদনে ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন ১৩৬ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে জেলা শহরের সর্বোচ্চ ৭৩ জন রয়েছেন। এ ছাড়া নতুন করে শেরপুর উপজেলায় ১৬ জন, গাবতলী উপজেলায় ১৫, সোনাতলায় ১৩, শাজাহানপুর উপজেলায় ৭, ধুনট উপজেলায় ৪, শিবগঞ্জ উপজেলায় ৩, দুপচাঁচিয়ায় ২ এবং কাহালু, সারিয়াকান্দি ও আদমদীঘি উপজেলায় ১ জন করে রয়েছেন।
ফারজানুল ইসলাম আরও বলেন, গতকাল সোমবার পর্যন্ত জেলায় সংক্রমিত ছিলেন ২ হাজার ৭৮২ জন। নতুন করে ১৩৬ জনের শনাক্ত হওয়ায় এ পর্যন্ত জেলায় মোট সংক্রমিত হলেন ২ হাজার ৯১৮ জন।

প্রথম আলো