রাজশাহী , সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ঘুষ ছাড়া ভবনের প্ল্যান পাস করে না আরডিএ আজ বেই‌জিং সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ৫ এক দফা দাবিতে ফের ব্লকেড কর্মসূচি ঘোষণা কোটাবিরোধী আন্দোলন: রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন ও রেলপথ অবরোধের ঘোষণা বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৫ জনের, আহত ২০ এবার ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ ঢাবি শিক্ষার্থীদের ডব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদের সঙ্গে রাসিক মেয়রের সাক্ষাৎ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের রথযাত্রা মহোৎসব শুরু হচ্ছে আজ টাইব্রেকারে ব্রাজিলের স্বপ্নভঙ্গ, সেমিতে উরুগুয়ে পবিত্র আশুরা ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল রাবি রোববার ক্লাস-পরীক্ষা বর্জনসহ ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা বঙ্গবন্ধুর বাল্যকালের স্কুলে প্রধানমন্ত্রী আ.লীগ নেতা বাবুল হত্যা : অভিযুক্ত পৌর মেয়র আক্কাছ গ্রেপ্তার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া

ভিজলেও দ্রুত শুকিয়ে যায় এই ৬ কাপড়

  • জনপদ ডেস্ক
  • আপডেটের সময় : ১০:৪৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • ৩৫ টাইম ভিউ
Adds Banner_2024

অফিসে যাওয়ার পথে হুট করে নামা বৃষ্টিতে পোশাক ভিজে বিড়ম্বনা বাড়ে এই মৌসুমে। আবার বৃষ্টি ধরে এলেও ভ্যাপসা গরমে গায়ের পোশাক যায় ভিজে। এই সময় ভেজা পোশাক শুকানোও বেশ কষ্টকর। কারণ দিনের পর দিন দেখা পাওয়া যায় না সূর্যের। বাতাসেও আর্দ্রতার পরিমাণ থাকে অনেক বেশি। বর্ষার সময় তাই এমন কাপড় বেছে নেওয়া ভালো যেগুলো ভিজে গেলেও খুব দ্রুত শুকিয়ে যায়। জেনে নিন এমন কাপড় কোনগুলো।

১. জর্জেট হলো এক ধরনের ক্রেপ ফেব্রিক যা সাধারণত খাঁটি সিল্ক থেকে তৈরি হয়। তবে রেয়ন, ভিসকোস এবং পলিয়েস্টারের মতো সিন্থেটিক ফাইবার থেকেও তৈরি হয় জর্জেট। জর্জেটের পোশাক দেখতে যেমন ট্রেন্ডি, তেমনি হঠাৎ ভিজে গেলে বিড়ম্বনাও কম। কারণ বাতাসেই শুকিয়ে যায় জর্জেটের কাপড়।

Trulli

২. এই আবহাওয়ায় সিল্কের পোশাক বেশ মানানসই। প্রাকৃতিক প্রোটিন ফাইবার দিয়ে তৈরি সিল্ক যেমন ওজনে হালকা, তেমনি বেশ আরামদায়কও। হাঁফ সিল্ক, সেমি-তসর সিল্ক, ক্রেপ সিল্ক, কটন মিক্স সিল্ক বেছে নিতে পারেন বর্ষার এই স্যাঁতসেঁতে আবহাওয়ায়। এগুলো ভিজে গেলেও শুকাতে সময় নেয় না।

৩. গরমে সুতির বিকল্প নেই। তবে মোটা সুতি কাপড় সহজে শুকাতে চায় না। বর্ষার এই আবহাওয়ায় বেছে নিতে পারেন পাতলা সুতি কাপড়ের পোশাক।

৪. পলিয়েস্টার এক ধরনের সিন্থেটিক ফেব্রিক। এই কাপড় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টেক্সটাইলগুলোর মধ্যে একটি। এর কৃত্রিম তন্তু আর্দ্রতা শোষণ করে না। ভিজে গেলে খুব দ্রুত শুকিয়ে যায় পলিয়েস্টারে তৈরি পোশাক

৫. আরামদায়ক লিনেন বেছে নেওয়া যেতে পারে বর্ষায়। শণ গাছের ডালপালা থেকে প্রাপ্ত তন্তু থেকে তৈরি হয় লিনেন। লিনেন দিয়ে তৈরি পোশাক গরম এবং আর্দ্র আবহাওয়ার জন্য বেশ মানানসই।

৬. বেছে নিতে পারেন নাইলনের পোশাক। হালকা ওজনের নাইলন শুকিয়ে যায় দ্রুত। আবার এর মধ্যে দিয়ে চলাচল করতে পারে বাতাসও। ফলে ঘাম কম হয়।

জেনে নিন

এই মৌসুমে পোশাক শুকিয়ে যাওয়ার পরও এক ধরনের আর্দ্র ভাব থেকে যায় এই আবহাওয়ায়। তাই আলমারিতে রাখার আগে অবশ্যই ইস্ত্রি করে নেবেন।
কাপড় ভেজানোর পানিতে লেবুর রস মিশিয়ে নিন। জামাকাপড়ে দুর্গন্ধ হবে না।

বর্ষায় জামাকাপড় ধোয়ার সময় ব্যবহার করতে পারেন ভিনেগার। বড় একটি বালতির পানিতে ১ কাপ সাদা ভিনেগার দিয়ে পোশাক কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ভিনেগার পোশাকের সাদা দাগ এবং গন্ধ দূর করতে সাহায্য করে।

পোশাকে ফাঙ্গাস পড়ে গেলে লবণ ও লেবুর মিশ্রণ ঘষে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ফাঙ্গাস দূর হবে।

Adds Banner_2024

ভিজলেও দ্রুত শুকিয়ে যায় এই ৬ কাপড়

আপডেটের সময় : ১০:৪৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪

অফিসে যাওয়ার পথে হুট করে নামা বৃষ্টিতে পোশাক ভিজে বিড়ম্বনা বাড়ে এই মৌসুমে। আবার বৃষ্টি ধরে এলেও ভ্যাপসা গরমে গায়ের পোশাক যায় ভিজে। এই সময় ভেজা পোশাক শুকানোও বেশ কষ্টকর। কারণ দিনের পর দিন দেখা পাওয়া যায় না সূর্যের। বাতাসেও আর্দ্রতার পরিমাণ থাকে অনেক বেশি। বর্ষার সময় তাই এমন কাপড় বেছে নেওয়া ভালো যেগুলো ভিজে গেলেও খুব দ্রুত শুকিয়ে যায়। জেনে নিন এমন কাপড় কোনগুলো।

১. জর্জেট হলো এক ধরনের ক্রেপ ফেব্রিক যা সাধারণত খাঁটি সিল্ক থেকে তৈরি হয়। তবে রেয়ন, ভিসকোস এবং পলিয়েস্টারের মতো সিন্থেটিক ফাইবার থেকেও তৈরি হয় জর্জেট। জর্জেটের পোশাক দেখতে যেমন ট্রেন্ডি, তেমনি হঠাৎ ভিজে গেলে বিড়ম্বনাও কম। কারণ বাতাসেই শুকিয়ে যায় জর্জেটের কাপড়।

Trulli

২. এই আবহাওয়ায় সিল্কের পোশাক বেশ মানানসই। প্রাকৃতিক প্রোটিন ফাইবার দিয়ে তৈরি সিল্ক যেমন ওজনে হালকা, তেমনি বেশ আরামদায়কও। হাঁফ সিল্ক, সেমি-তসর সিল্ক, ক্রেপ সিল্ক, কটন মিক্স সিল্ক বেছে নিতে পারেন বর্ষার এই স্যাঁতসেঁতে আবহাওয়ায়। এগুলো ভিজে গেলেও শুকাতে সময় নেয় না।

৩. গরমে সুতির বিকল্প নেই। তবে মোটা সুতি কাপড় সহজে শুকাতে চায় না। বর্ষার এই আবহাওয়ায় বেছে নিতে পারেন পাতলা সুতি কাপড়ের পোশাক।

৪. পলিয়েস্টার এক ধরনের সিন্থেটিক ফেব্রিক। এই কাপড় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টেক্সটাইলগুলোর মধ্যে একটি। এর কৃত্রিম তন্তু আর্দ্রতা শোষণ করে না। ভিজে গেলে খুব দ্রুত শুকিয়ে যায় পলিয়েস্টারে তৈরি পোশাক

৫. আরামদায়ক লিনেন বেছে নেওয়া যেতে পারে বর্ষায়। শণ গাছের ডালপালা থেকে প্রাপ্ত তন্তু থেকে তৈরি হয় লিনেন। লিনেন দিয়ে তৈরি পোশাক গরম এবং আর্দ্র আবহাওয়ার জন্য বেশ মানানসই।

৬. বেছে নিতে পারেন নাইলনের পোশাক। হালকা ওজনের নাইলন শুকিয়ে যায় দ্রুত। আবার এর মধ্যে দিয়ে চলাচল করতে পারে বাতাসও। ফলে ঘাম কম হয়।

জেনে নিন

এই মৌসুমে পোশাক শুকিয়ে যাওয়ার পরও এক ধরনের আর্দ্র ভাব থেকে যায় এই আবহাওয়ায়। তাই আলমারিতে রাখার আগে অবশ্যই ইস্ত্রি করে নেবেন।
কাপড় ভেজানোর পানিতে লেবুর রস মিশিয়ে নিন। জামাকাপড়ে দুর্গন্ধ হবে না।

বর্ষায় জামাকাপড় ধোয়ার সময় ব্যবহার করতে পারেন ভিনেগার। বড় একটি বালতির পানিতে ১ কাপ সাদা ভিনেগার দিয়ে পোশাক কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ভিনেগার পোশাকের সাদা দাগ এবং গন্ধ দূর করতে সাহায্য করে।

পোশাকে ফাঙ্গাস পড়ে গেলে লবণ ও লেবুর মিশ্রণ ঘষে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ফাঙ্গাস দূর হবে।