রাজশাহী , সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
প্রধানমন্ত্রী বেইজিং পৌঁছেছেন, বুধবার রাষ্ট্রপতি শি জিংপিংয়ের সঙ্গে বৈঠক গাড়িচালক থেকে থ্রি স্টার হোটেলের মালিক আবেদ আলী! প্রশ্নফাঁস : সিআইডি’র অভিযানে সেই আবেদ আলীসহ গ্রেপ্তার ১৭ ঘুষ ছাড়া ভবনের প্ল্যান পাস করে না আরডিএ আজ বেই‌জিং সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ৫ এক দফা দাবিতে ফের ব্লকেড কর্মসূচি ঘোষণা কোটাবিরোধী আন্দোলন: রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন ও রেলপথ অবরোধের ঘোষণা বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৫ জনের, আহত ২০ এবার ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ ঢাবি শিক্ষার্থীদের ডব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদের সঙ্গে রাসিক মেয়রের সাক্ষাৎ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের রথযাত্রা মহোৎসব শুরু হচ্ছে আজ টাইব্রেকারে ব্রাজিলের স্বপ্নভঙ্গ, সেমিতে উরুগুয়ে পবিত্র আশুরা ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল রাবি রোববার ক্লাস-পরীক্ষা বর্জনসহ ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা বঙ্গবন্ধুর বাল্যকালের স্কুলে প্রধানমন্ত্রী আ.লীগ নেতা বাবুল হত্যা : অভিযুক্ত পৌর মেয়র আক্কাছ গ্রেপ্তার

রিয়াদ ভাই ফোন করে বলল ‘জলদি আয়’ : তামিম

  • আপডেটের সময় : ০৭:১৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
  • ১৩৫ টাইম ভিউ
Adds Banner_2024

জনপদ ডেস্ক: এই প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একই দলে দেখা যাবে মাশরাফি বিন মর্তুজা, মাহমুদ উল্লাহ রিয়াদ ও তামিম ইকবালকে। তিনজনই জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়ক। ড্রাফটের আগেই সরাসরি সাইনিংয়ে ‘এ’ শ্রেণির মাহমুদ উল্লাহকে দলে নেয় বিসিবির মালিকানাধীন ঢাকা। বাকি দুজনকে আজ সোমবার প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দলে নেয়। তিনজনের মধ্যে এক বছরেরও বেশি সময় প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের বাইরে আছেন মাশরাফি।

বাংলাদেশের বিখ্যাত পঞ্চপাণ্ডবের তিন পাণ্ডব একসঙ্গে খেলবেন- এটা নিঃসন্দেহে দেখার মতো দৃশ্য। প্লেয়ার্স ড্রাফট শেষে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদ উল্লাহ বলছেন, ‘সব সময়ই বিশ্বাস ছিল আবার একসঙ্গে খেলতে পারব। আলহামদুলিল্লাহ আবার একসঙ্গে খেলতে পারছি। তামিমও আমাদের সঙ্গে আছে। অভিজ্ঞ খেলোয়াড়রা আমাদের দলে বেশি তো, আমি আশা করি, মাঠে যদি এটা কাজে লাগাতে পারি, আমাদের ভালো ফল করার সম্ভাবনা আছে, সেটা বিশ্বাস করি।’

Trulli

অন্যদিকে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, তিনি মাহমুদউল্লাহর কল পাওয়ার পরই ড্রাফটে গেছেন। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকে দুজনের সম্পর্কের তিক্ততা নিয়ে গুঞ্জন ছড়ায়। তামিমের ভাষায়, ‘দেখেন, একটা বিষয় শেয়ার করি, আমরা তো মাত্র এক রাতের মতো সময় পেলাম। তো আজ সকালেই রিয়াদ ভাই (মাহমুদ উল্লাহ) আমাকে কল করে বলল, তুই একটু জলদি আয়। তো এখানে আমি আর কী বলব বা কিভাবে বোঝাব আমাদের সম্পর্কের ব্যাপারে?’

তিনজন এক দলে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তামিম আরো বলেন, ‘এ রকম তো প্রত্যাশা করা যায় না আসলে। সাধারণত যেটা হয়, আমরা তিনজন তিন দলে থাকি। এবার সৌভাগ্যবশত হয়েছে, খুব খুশি। আমার মনে হয়, ক্রিকেটে জেতা-হারাটা তো সব না। ক্রিকেটে উপভোগ করাটা খুব গুরুত্বপূর্ণ। যদি উপভোগ করার ব্যাপার না থাকে, তাহলে বিশ্বে কেউই খেলবে না। আমরা তিনজন একসঙ্গে থাকলে এমনিতেই উপভোগ করব।’

Adds Banner_2024
Adds Banner_2024

গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Adds Banner_2024

রিয়াদ ভাই ফোন করে বলল ‘জলদি আয়’ : তামিম

আপডেটের সময় : ০৭:১৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১

জনপদ ডেস্ক: এই প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একই দলে দেখা যাবে মাশরাফি বিন মর্তুজা, মাহমুদ উল্লাহ রিয়াদ ও তামিম ইকবালকে। তিনজনই জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়ক। ড্রাফটের আগেই সরাসরি সাইনিংয়ে ‘এ’ শ্রেণির মাহমুদ উল্লাহকে দলে নেয় বিসিবির মালিকানাধীন ঢাকা। বাকি দুজনকে আজ সোমবার প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দলে নেয়। তিনজনের মধ্যে এক বছরেরও বেশি সময় প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের বাইরে আছেন মাশরাফি।

বাংলাদেশের বিখ্যাত পঞ্চপাণ্ডবের তিন পাণ্ডব একসঙ্গে খেলবেন- এটা নিঃসন্দেহে দেখার মতো দৃশ্য। প্লেয়ার্স ড্রাফট শেষে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদ উল্লাহ বলছেন, ‘সব সময়ই বিশ্বাস ছিল আবার একসঙ্গে খেলতে পারব। আলহামদুলিল্লাহ আবার একসঙ্গে খেলতে পারছি। তামিমও আমাদের সঙ্গে আছে। অভিজ্ঞ খেলোয়াড়রা আমাদের দলে বেশি তো, আমি আশা করি, মাঠে যদি এটা কাজে লাগাতে পারি, আমাদের ভালো ফল করার সম্ভাবনা আছে, সেটা বিশ্বাস করি।’

Trulli

অন্যদিকে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, তিনি মাহমুদউল্লাহর কল পাওয়ার পরই ড্রাফটে গেছেন। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকে দুজনের সম্পর্কের তিক্ততা নিয়ে গুঞ্জন ছড়ায়। তামিমের ভাষায়, ‘দেখেন, একটা বিষয় শেয়ার করি, আমরা তো মাত্র এক রাতের মতো সময় পেলাম। তো আজ সকালেই রিয়াদ ভাই (মাহমুদ উল্লাহ) আমাকে কল করে বলল, তুই একটু জলদি আয়। তো এখানে আমি আর কী বলব বা কিভাবে বোঝাব আমাদের সম্পর্কের ব্যাপারে?’

তিনজন এক দলে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তামিম আরো বলেন, ‘এ রকম তো প্রত্যাশা করা যায় না আসলে। সাধারণত যেটা হয়, আমরা তিনজন তিন দলে থাকি। এবার সৌভাগ্যবশত হয়েছে, খুব খুশি। আমার মনে হয়, ক্রিকেটে জেতা-হারাটা তো সব না। ক্রিকেটে উপভোগ করাটা খুব গুরুত্বপূর্ণ। যদি উপভোগ করার ব্যাপার না থাকে, তাহলে বিশ্বে কেউই খেলবে না। আমরা তিনজন একসঙ্গে থাকলে এমনিতেই উপভোগ করব।’