রাজশাহী , মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
প্রধানমন্ত্রী বেইজিং পৌঁছেছেন, বুধবার রাষ্ট্রপতি শি জিংপিংয়ের সঙ্গে বৈঠক গাড়িচালক থেকে থ্রি স্টার হোটেলের মালিক আবেদ আলী! প্রশ্নফাঁস : সিআইডি’র অভিযানে সেই আবেদ আলীসহ গ্রেপ্তার ১৭ ঘুষ ছাড়া ভবনের প্ল্যান পাস করে না আরডিএ আজ বেই‌জিং সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ৫ এক দফা দাবিতে ফের ব্লকেড কর্মসূচি ঘোষণা কোটাবিরোধী আন্দোলন: রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন ও রেলপথ অবরোধের ঘোষণা বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৫ জনের, আহত ২০ এবার ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ ঢাবি শিক্ষার্থীদের ডব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদের সঙ্গে রাসিক মেয়রের সাক্ষাৎ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের রথযাত্রা মহোৎসব শুরু হচ্ছে আজ টাইব্রেকারে ব্রাজিলের স্বপ্নভঙ্গ, সেমিতে উরুগুয়ে পবিত্র আশুরা ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল রাবি রোববার ক্লাস-পরীক্ষা বর্জনসহ ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা বঙ্গবন্ধুর বাল্যকালের স্কুলে প্রধানমন্ত্রী আ.লীগ নেতা বাবুল হত্যা : অভিযুক্ত পৌর মেয়র আক্কাছ গ্রেপ্তার

কুমিল্লার কাছেও হেরে গেল ঢাকা

  • আপডেটের সময় : ১২:৪৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯
  • ৭০ টাইম ভিউ
Adds Banner_2024

ক্রীড়া প্রতিবেদক: ঢাকা ডায়নামাইটস শিবিরে হতাশা! সঙ্গে বাদ পড়ার শঙ্কাটাও প্রবল হলো। পয়েন্ট টেবিলে একসময় ছড়ি ঘোরানো দলটাই কিনা এখন খাদের কিনারে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১ রানে হেরে হেরে গেলেন সাকিবরা। ফলে সুপার ফোরের চারদল নিশ্চিত হতে লিগ পর্বের শেষ ম্যাচ পর্যন্তই অপেক্ষা করতে হচ্ছে।

মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ঢাকা। ২৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। এরপর সুনিল নারিন বল খরচ করলেও উইকেট সামলে রাখেন বেশি কিছুক্ষণ। ২৪ বলে ২২ রানে নারিন ফেরার পর নতুন করে চাপে পড়ে ঢাকা। এরপর দুই টি-২০ স্পেশালিষ্ট কাইরন পোলার্ড এবং আন্দ্রে রাসেল জুটি বাঁধেন। তবে নিজেদের নামের প্রতি এদিন সুবিচার করতে পারেননি এ দুই ক্যারিবিয়ান। শুরুতে বেশ চালিয়ে খেললেও ১৬ তম ওভারে আফ্রিদির ওভারে কোন রানই নিতে পারেননি। কঠিন হতে থাকা ম্যাচ আরো কঠিন হয়ে যায় পরের ওভারে মাত্র ১ রান দিয়ে মোহাম্মদ সাইফুদ্দিন কাইরন পোলার্ড এবং নুরুল হাসানকে তুলে নিলে।

Trulli

শেষ তিন ওভারে জয়ের জন্য ঢাকার দরকার ছিল ৩৭ রান। ১২ বলে ৩ রান নিয়ে ব্যাট করছিলেন আন্দ্রে রাসেল। তবে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া রাসেল জ্বলে উঠলেন ১৮তম ওভারে। আফ্রিদির ওই ওভারে তুলে নেন ১৭ রান। দরকার ২০ রান, ১৯তম ওভারের দ্বিতীয় বলে রাসেলকে ক্যাচে পরিণত করে উল্ল্যাসে মাতে কুমিল্লা কিন্তু নো বলের খাড়ায় প্রাণ ফিরে পান রাসেল। তবে শুভাগত হোমকে ফিরিয়ে লড়াই জমিয়ে তোলেন রিয়াজ।

শেষ ওভারে ১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে গিয়ে মোহাম্মদ সাইফুদ্দিনের কাছে হার মানতে হলো আন্দ্রে রাসেলকে। দলকে ১ রানের জয় এনে দিলেন দুর্দান্ত বোলিং করা সাইফুদ্দিন।

এরআগে ঢাকার সামনে সহজ লক্ষ্য দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে মাত্র ১২৭ রান তোলে তারা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরুই এনে দিয়েছিলেন তামিম ইকবাল। তবে এভিন লুইস এবং এনামুল হক ব্যর্থ হওয়ার পর তামিম নিজেও ফিরে যান ৩৮ রানে। এরপরই ধসে পড়ে কুমিল্লার ব্যাটিং অর্ডার। এরপর আর কেউ সেভাবে বড় অবদান রাখতে পারেননি। নিজেদের নিয়ম রক্ষার ম্যাচে তাই অল্পতেই আটকে যায় কুমিল্লা।

স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১২৭/১০ (২০)
তামিম ইকবাল ৩৮ (২০)
এভিন লুইস ৮ (১৬)
এনামুল হক ০ (১)
ইমরুল কায়েস ৭ (১৩)
শামসুর রহমান ২ (৬)
শহীদ আফ্রিদি ১৮ (১৭)
থিসারা পেরেরা ৯ (১০)
মোহাম্মদ সাইফুদ্দিন ২ (৭)
মেহেদী হাসান ২০ (১৫)
ওয়াহাব রিয়াজ ১৬ (১২)
মোশাররফ হোসেন ৪* (৩)

বোলার:
শাহাদাত হোসেন ১-০-১২-০
শুভাগত হোম ৩-০-১৪-১
আন্দ্রে রাসেল ৪-০-২২-০
সুনিল নারিন ৪-০-২৫-২
রুবেল হোসেন ৪-০-৩০-৪
সাকিব আল হাসান ৪-০-২৩-২

ঢাকা ডায়নামাইটস: ১২৬/৯ (২০)
মিজানুর রহমান ১৬ (১৬)
উপল থারাঙ্গা ০ (৬)
রনি তালুকদার ১ (৩)
সাকিব আল হাসান ৭ (৬)
সুনিল নারিন ২২ (২৪)
কাইরন পোলার্ড ৩৪ (৩৩)
আন্দ্রে রাসেল ৩০* (২৩)
নুরুল হাসান ০ (১)
শুভাগত হোম ৪ (৭)
রুবেল হোসেন ০ (১)
শাহাদাত হোসেন ১* (১)

বোলার:
মোহাম্মদ সাইফুদ্দিন ৪-১-২২৪
মেহেদী হাসান ৪-০-২২-২
ওয়াহাব রিয়াজ ৪-০২২-১
মোশাররফ হোসেন ৩-০-২৩-১
থিসারা পেরেরা ১-০-৩-০
শহীদ আফ্রিদি ৪-১-২৭-১

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১ রানে জয়ী। ম্যাচসেরা মোহাম্মদ সাইফুদ্দিন।

Adds Banner_2024
Adds Banner_2024

গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Adds Banner_2024

কুমিল্লার কাছেও হেরে গেল ঢাকা

আপডেটের সময় : ১২:৪৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯

ক্রীড়া প্রতিবেদক: ঢাকা ডায়নামাইটস শিবিরে হতাশা! সঙ্গে বাদ পড়ার শঙ্কাটাও প্রবল হলো। পয়েন্ট টেবিলে একসময় ছড়ি ঘোরানো দলটাই কিনা এখন খাদের কিনারে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১ রানে হেরে হেরে গেলেন সাকিবরা। ফলে সুপার ফোরের চারদল নিশ্চিত হতে লিগ পর্বের শেষ ম্যাচ পর্যন্তই অপেক্ষা করতে হচ্ছে।

মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ঢাকা। ২৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। এরপর সুনিল নারিন বল খরচ করলেও উইকেট সামলে রাখেন বেশি কিছুক্ষণ। ২৪ বলে ২২ রানে নারিন ফেরার পর নতুন করে চাপে পড়ে ঢাকা। এরপর দুই টি-২০ স্পেশালিষ্ট কাইরন পোলার্ড এবং আন্দ্রে রাসেল জুটি বাঁধেন। তবে নিজেদের নামের প্রতি এদিন সুবিচার করতে পারেননি এ দুই ক্যারিবিয়ান। শুরুতে বেশ চালিয়ে খেললেও ১৬ তম ওভারে আফ্রিদির ওভারে কোন রানই নিতে পারেননি। কঠিন হতে থাকা ম্যাচ আরো কঠিন হয়ে যায় পরের ওভারে মাত্র ১ রান দিয়ে মোহাম্মদ সাইফুদ্দিন কাইরন পোলার্ড এবং নুরুল হাসানকে তুলে নিলে।

Trulli

শেষ তিন ওভারে জয়ের জন্য ঢাকার দরকার ছিল ৩৭ রান। ১২ বলে ৩ রান নিয়ে ব্যাট করছিলেন আন্দ্রে রাসেল। তবে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া রাসেল জ্বলে উঠলেন ১৮তম ওভারে। আফ্রিদির ওই ওভারে তুলে নেন ১৭ রান। দরকার ২০ রান, ১৯তম ওভারের দ্বিতীয় বলে রাসেলকে ক্যাচে পরিণত করে উল্ল্যাসে মাতে কুমিল্লা কিন্তু নো বলের খাড়ায় প্রাণ ফিরে পান রাসেল। তবে শুভাগত হোমকে ফিরিয়ে লড়াই জমিয়ে তোলেন রিয়াজ।

শেষ ওভারে ১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে গিয়ে মোহাম্মদ সাইফুদ্দিনের কাছে হার মানতে হলো আন্দ্রে রাসেলকে। দলকে ১ রানের জয় এনে দিলেন দুর্দান্ত বোলিং করা সাইফুদ্দিন।

এরআগে ঢাকার সামনে সহজ লক্ষ্য দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে মাত্র ১২৭ রান তোলে তারা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরুই এনে দিয়েছিলেন তামিম ইকবাল। তবে এভিন লুইস এবং এনামুল হক ব্যর্থ হওয়ার পর তামিম নিজেও ফিরে যান ৩৮ রানে। এরপরই ধসে পড়ে কুমিল্লার ব্যাটিং অর্ডার। এরপর আর কেউ সেভাবে বড় অবদান রাখতে পারেননি। নিজেদের নিয়ম রক্ষার ম্যাচে তাই অল্পতেই আটকে যায় কুমিল্লা।

স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১২৭/১০ (২০)
তামিম ইকবাল ৩৮ (২০)
এভিন লুইস ৮ (১৬)
এনামুল হক ০ (১)
ইমরুল কায়েস ৭ (১৩)
শামসুর রহমান ২ (৬)
শহীদ আফ্রিদি ১৮ (১৭)
থিসারা পেরেরা ৯ (১০)
মোহাম্মদ সাইফুদ্দিন ২ (৭)
মেহেদী হাসান ২০ (১৫)
ওয়াহাব রিয়াজ ১৬ (১২)
মোশাররফ হোসেন ৪* (৩)

বোলার:
শাহাদাত হোসেন ১-০-১২-০
শুভাগত হোম ৩-০-১৪-১
আন্দ্রে রাসেল ৪-০-২২-০
সুনিল নারিন ৪-০-২৫-২
রুবেল হোসেন ৪-০-৩০-৪
সাকিব আল হাসান ৪-০-২৩-২

ঢাকা ডায়নামাইটস: ১২৬/৯ (২০)
মিজানুর রহমান ১৬ (১৬)
উপল থারাঙ্গা ০ (৬)
রনি তালুকদার ১ (৩)
সাকিব আল হাসান ৭ (৬)
সুনিল নারিন ২২ (২৪)
কাইরন পোলার্ড ৩৪ (৩৩)
আন্দ্রে রাসেল ৩০* (২৩)
নুরুল হাসান ০ (১)
শুভাগত হোম ৪ (৭)
রুবেল হোসেন ০ (১)
শাহাদাত হোসেন ১* (১)

বোলার:
মোহাম্মদ সাইফুদ্দিন ৪-১-২২৪
মেহেদী হাসান ৪-০-২২-২
ওয়াহাব রিয়াজ ৪-০২২-১
মোশাররফ হোসেন ৩-০-২৩-১
থিসারা পেরেরা ১-০-৩-০
শহীদ আফ্রিদি ৪-১-২৭-১

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১ রানে জয়ী। ম্যাচসেরা মোহাম্মদ সাইফুদ্দিন।