রাজশাহী , মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
প্রধানমন্ত্রী বেইজিং পৌঁছেছেন, বুধবার রাষ্ট্রপতি শি জিংপিংয়ের সঙ্গে বৈঠক গাড়িচালক থেকে থ্রি স্টার হোটেলের মালিক আবেদ আলী! প্রশ্নফাঁস : সিআইডি’র অভিযানে সেই আবেদ আলীসহ গ্রেপ্তার ১৭ ঘুষ ছাড়া ভবনের প্ল্যান পাস করে না আরডিএ আজ বেই‌জিং সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ৫ এক দফা দাবিতে ফের ব্লকেড কর্মসূচি ঘোষণা কোটাবিরোধী আন্দোলন: রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন ও রেলপথ অবরোধের ঘোষণা বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৫ জনের, আহত ২০ এবার ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ ঢাবি শিক্ষার্থীদের ডব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদের সঙ্গে রাসিক মেয়রের সাক্ষাৎ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের রথযাত্রা মহোৎসব শুরু হচ্ছে আজ টাইব্রেকারে ব্রাজিলের স্বপ্নভঙ্গ, সেমিতে উরুগুয়ে পবিত্র আশুরা ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল রাবি রোববার ক্লাস-পরীক্ষা বর্জনসহ ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা বঙ্গবন্ধুর বাল্যকালের স্কুলে প্রধানমন্ত্রী আ.লীগ নেতা বাবুল হত্যা : অভিযুক্ত পৌর মেয়র আক্কাছ গ্রেপ্তার

দুই দলের বিদায়, সুপার ফোরে তিন, রইল বাকি দুই

  • আপডেটের সময় : ০১:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯
  • ৬০ টাইম ভিউ
Adds Banner_2024

ক্রীড়া প্রতিবেদক: বিপিএলের লিগ পর্বের আর মাত্র ৪ ম্যাচ বাকি। এরিমধ্যে নিজেদের ১২টি ম্যাচই খেলে ফেলেছে রাজশাহী কিংস। এখন তারা তাকিয়ে থাকবে ঢাকা ডায়নামাইটসের দিকে। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলা ঢাকার পয়েন্টও ২ কম। খুলনা টাইটান্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বাকি দুই ম্যাচে তাই জায়ের বিকল্প নেই ঢাকার। নিজেদের শেষ দুই ম্যাচের একটিতে জিতলেও রান রেটের মারপ্যাঁচে যেতে হবে তাদের।

ঢাকার মতো কুমিল্লারও বাকি আছে দুই ম্যাচ। এছাড়া চিটাগং ভাইকিংস, রংপুর রাইডার্স সিলেট সিক্সার্স এবং খুলনা টাইটান্সের একটি করে ম্যাচ বাকি আছে।

Trulli

এরিমধ্যে খুলনা এবং সিলেটের বিদায় নিশ্চিত হয়ে গেছে। অপরদিকে রংপুর, কুমিল্লা এবং চিটাগং প্লে-অফে জায়গা করে নিয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে এ তিন দল শুধু প্লে-অফের প্রস্তুতিই নিবে না, সঙ্গে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্তিশালী করারও চেষ্টা করবে। কারণ, শুধু সুপার ফোরে জায়গা পেলেই চলবে না, টেবিলের প্রথম দুই দল যে বিশেষ সুবিধা পাবে। এক ম্যাচ জিতলেই তারা সরাসরি উঠে যাবে ফাইনালে। আবার প্রথম ম্যাচ হারলেও তৃতীয় এবং চতুর্থ দলের মধ্য থেকে জিতে আসা দলের সঙ্গে খেলার সুযোগ পাবে তারা।

কী শুরুটাই না করেছিল ঢাকা ডায়নামাইটস! ঢাকায় প্রথম পর্বে কেউ তাদের হারাতে পারেনি। টানা চার ম্যাচে জিতে ৮ পয়েন্ট নিয়ে সিলেট যায় সাকিব আল হাসানের দল। সেখানে গিয়েই প্রথম ধাক্কাটা খায় রাজশাহী কিংসের কাছে। এরপর সিলেটের বিপক্ষে জিতলেও চিটাগং, কুমিল্লা এবং রংপুরের বিপক্ষে টানা তিন ম্যাচে হারে। এরপর বুধবার চিটাগংয়ের বিপক্ষে আবারো হার। শেষ পাঁচ ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করে ঢাকার সুপার ফোরের স্বপ্নই এখন ধূসর।

অবশ্য সাকিবদের জন্য ইতিবাচক বিষয় হল, তাদের রান রেট। এদিক থেকে সবার চেয়ে ভালো অবস্থা তাদের। তাই এক ম্যাচ হেরে গেলেও সুপার ফোরের সম্ভাবনা থাকবে তাদের।

Adds Banner_2024
Adds Banner_2024

গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Adds Banner_2024

দুই দলের বিদায়, সুপার ফোরে তিন, রইল বাকি দুই

আপডেটের সময় : ০১:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯

ক্রীড়া প্রতিবেদক: বিপিএলের লিগ পর্বের আর মাত্র ৪ ম্যাচ বাকি। এরিমধ্যে নিজেদের ১২টি ম্যাচই খেলে ফেলেছে রাজশাহী কিংস। এখন তারা তাকিয়ে থাকবে ঢাকা ডায়নামাইটসের দিকে। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলা ঢাকার পয়েন্টও ২ কম। খুলনা টাইটান্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বাকি দুই ম্যাচে তাই জায়ের বিকল্প নেই ঢাকার। নিজেদের শেষ দুই ম্যাচের একটিতে জিতলেও রান রেটের মারপ্যাঁচে যেতে হবে তাদের।

ঢাকার মতো কুমিল্লারও বাকি আছে দুই ম্যাচ। এছাড়া চিটাগং ভাইকিংস, রংপুর রাইডার্স সিলেট সিক্সার্স এবং খুলনা টাইটান্সের একটি করে ম্যাচ বাকি আছে।

Trulli

এরিমধ্যে খুলনা এবং সিলেটের বিদায় নিশ্চিত হয়ে গেছে। অপরদিকে রংপুর, কুমিল্লা এবং চিটাগং প্লে-অফে জায়গা করে নিয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে এ তিন দল শুধু প্লে-অফের প্রস্তুতিই নিবে না, সঙ্গে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্তিশালী করারও চেষ্টা করবে। কারণ, শুধু সুপার ফোরে জায়গা পেলেই চলবে না, টেবিলের প্রথম দুই দল যে বিশেষ সুবিধা পাবে। এক ম্যাচ জিতলেই তারা সরাসরি উঠে যাবে ফাইনালে। আবার প্রথম ম্যাচ হারলেও তৃতীয় এবং চতুর্থ দলের মধ্য থেকে জিতে আসা দলের সঙ্গে খেলার সুযোগ পাবে তারা।

কী শুরুটাই না করেছিল ঢাকা ডায়নামাইটস! ঢাকায় প্রথম পর্বে কেউ তাদের হারাতে পারেনি। টানা চার ম্যাচে জিতে ৮ পয়েন্ট নিয়ে সিলেট যায় সাকিব আল হাসানের দল। সেখানে গিয়েই প্রথম ধাক্কাটা খায় রাজশাহী কিংসের কাছে। এরপর সিলেটের বিপক্ষে জিতলেও চিটাগং, কুমিল্লা এবং রংপুরের বিপক্ষে টানা তিন ম্যাচে হারে। এরপর বুধবার চিটাগংয়ের বিপক্ষে আবারো হার। শেষ পাঁচ ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করে ঢাকার সুপার ফোরের স্বপ্নই এখন ধূসর।

অবশ্য সাকিবদের জন্য ইতিবাচক বিষয় হল, তাদের রান রেট। এদিক থেকে সবার চেয়ে ভালো অবস্থা তাদের। তাই এক ম্যাচ হেরে গেলেও সুপার ফোরের সম্ভাবনা থাকবে তাদের।